#পশ্চিম মেদিনীপুর : নালা তৈরির দেড় মাসের মধ্যেই ভেঙে পড়ল পাকা নালার বেশ কিছুটা অংশ। স্থানীয় মানুষদের অভিযোগ, নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে তৈরি করা হয়েছে পাকা নালা। যার ফলে নতুন নালা তৈরির দেড় মাসের মধ্যেই তা ভেঙে পড়েছে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের শালবনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত কর্নগড় ১০ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাদুতলায় ২০২১-২২ অর্থবর্ষে ৩,৪৮,২৪০ টাকা অর্থ ব্যয়ে বালিজুড়ি এলাকার অক্ষয় সিং এর বাড়ি থেকে তনু নাগলের বাড়ি পর্যন্ত পাকানালা তৈরি করে মা মহামায়া এন্টার প্রাইজের মদন মোহন দে নামে এক ঠিকাদার।
এই মর্মে কাজের স্থানে ফলক লাগিয়েও দেওয়া হয়েছে। স্থানীয় মানুষদের অভিযোগ, কাজ সম্পন্ন হলেও কাজ শুরুর ও শেষের তারিখ ফলকে উল্লেখ করা হয়নি। পাশাপাশি তাদের আরও অভিযোগ, নতুন নালা তৈরি করার দেড় মাসের মাথায় নালা ভেঙে পড়েছে। এই নালা কতদিন টিকবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষেরা। এলাকাবাসীদের দাবি, নালা নির্মাণের সামগ্রী ভাল মানের ব্যবহার করে পুনরায় নতুন করে নালা তৈরি করতে হবে।
আরও পড়ুনঃ খড়গপুর শহর জুড়ে লাগানো হল ৩২টি CCTV ক্যামেরা
যদিও এ বিষয়ে ঠিকাদার মদন মোহন দে’র সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নালা নির্মাণের পরেই বৃষ্টি হওয়ায় নালার কিছুটা অংশ ভেঙে পড়েছে। তবে নালার যে অংশটি ভেঙে পড়েছে, সেটি পুনরায় তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঠিকাদার মদন মোহন দে। যদিও ঠিকাদারের এই প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে গ্রামবাসীদের মধ্যে। তারা চান অতি দ্রুত নালার পুনর্নির্মাণ।
Partha Mukherjeeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Paschim medinipur, Shalboni