West Medinipur News: জেলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে নির্দেশ জেলাশাসকের

Last Updated:

ভোট মিটতেই থমকে থাকা উন্নয়ন মূলক কাজ গুলিকে পুনরায় চালু করার নির্দেশ দিলেন জেলা শাসক। সেই সঙ্গে কাজের গুনগত মান নিয়ে কোন আপোষ করা হবে না বলে জানান তিনি।

মেদিনীপুর: ভোট মিটতেই উন্নয়নে উদ্যোগী জেলা প্রশাসন। অসম্পূর্ন কাজ দ্রুত সম্পূর্ন করতে বিশেষ বৈঠক করলেন জেলা শাসক খুরশেদ আলী কাদরী। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দফতরের মিটিং হলে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকগণ এবং জেলার সবকটি দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। বৈঠকে সমস্ত দফতরের কাজের গতি নিয়ে পর্যালোচনা করা হয়।
প্রসঙ্গত দ্রুত ভোট ঘোষণার কারনে থমকে ছিল নানান কাজ। ভোট মিটতেই সেগুলি দ্রুত রূপায়ণের আদেশ দিয়েছেন জেলা শাসক।
জেলা প্রশাসন সূত্রে খবর, রাস্তাঘাট, নির্মাণকাজ ও অন্যান্য কাজগুলি দ্রুততায় সঙ্গে সম্পূর্ন করতে হবে। কাজের গুণগত মানের সঙ্গে কোনরকম আপোষ করা যাবে না। এমনই নির্দেশ জেলা শাসকের।
advertisement
advertisement
অন্যদিক বৃষ্টির সময় নানা ঝড় বৃষ্টির সম্মুখীন হয় জেলার মানুষকে। এই সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে সদা সচেষ্ট থাকার পরামর্শ দেন জেলা শাসক। তিনি জানিয়েছেন, যে কোনও রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিভিন্ন দফতরগুলোকে প্রস্তুত এবং তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, উন্নয়ন প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে কোনও রকম ঢিলেমি যাতে না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: জেলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে নির্দেশ জেলাশাসকের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement