West Midnapore News: ঘূর্ণিঝড়ের রূপ বদল! গভীর পরীক্ষা চলছে আইআইটি খড়গপুরে

Last Updated:

তাইওয়ানের অধ্যাপকদের সঙ্গে গাঁটছড়া বেঁধে হচ্ছে এই রিসার্চ৷

#পশ্চিম মেদিনীপুর : আইআইটি খড়্গপুর এবং ইনস্টিটিউট অফ আর্থ সায়েন্সেস (একাডেমিয়া সিনিকা, তাইওয়ান)-এর বিজ্ঞানীরা সম্প্রতি ঘূর্ণিঝড় বা সাইক্লোনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ একটি গবেষণা চালিয়েছেন। এই গবেষণার মাধ্যমে তাঁরা যে কোনও শক্তিশালী ঘূর্ণিঝড়ের জলীয় বাষ্পের (আর্দ্রতা) উৎস এবং তার তীব্রতা বিষয়ে জানার চেষ্টা করেছেন। এর ফলে, ওই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি আরও নিখুঁতভাবে নির্ধারণ করা যাবে বলে বিজ্ঞানীদের মত।
আইআইটি খড়্গপুরের অধ্যাপক (ভূতত্ত্ব বিভাগ) ডঃ অনিন্দ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, "আমরা সম্প্রতি ৪-৫ প্রকারের ঘূর্ণিঝড়ের উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। নেপার্টক, মেরান্টি, মালকাস এবং মেগি নামে চারটি প্রবল ঝড় নিয়ে গবেষণা করেছি, যা ২০১৬ সালে আঘাত হানে তাইওয়ানে। দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা ২০১৬ সালের তুলনায় ২০২১ সালে আরও বৃদ্ধি পেয়েছে।" এজন্য মূলত বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করেছেন তিনি।
advertisement
advertisement
আইআইটি খড়্গপুরের প্রাক্তন অধ্যাপক তথা এই গবেষণা পত্রের প্রধান লেখক ডঃ সৌরেন্দ্র ভট্টাচার্যর মতে,  "যে কোনও ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সময় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর, তার অবশিষ্ট জলীয় বাষ্প পরীক্ষা করে দেখা গেছে, এটি অক্সিজেন এবং হাইড্রোজেনের আইসোটোপের অনুপাতকে পরিবর্তন করে। আমরা এই ঘাটতির পরিমাণ ট্র্যাক করেছি, গণনা করেছি এবং এই চলমান ঘূর্ণিঝড় থেকে কতটা বৃষ্টি হয়েছে বা বৃষ্টির ঘাটতি হয়েছে কিনা তা দেখার জন্য মডেল তৈরি করেছি।"
advertisement
আরও পড়ুন তিন মারণ রোগকে জয় বৃদ্ধের! কামাল এম আর বাঙ্গুর হাসপাতালের
অ্যাকাডেমিয়া সিনিকার অধ্যাপক মাও-চ্যাং লিয়াং-এর উদ্ধৃতি দিয়ে আইআইটি খড়্গপুরের বিবৃতিতে বলা হয়েছে, "এই ঝড় (টাইফুন) গুলি তাইওয়ানে আসার সঙ্গে, আমরা একটি উঁচু ভবনের উপরে একটি ভর স্পেকট্রোমিটার স্থাপন করেছি, যাতে বাষ্পে অক্সিজেন এবং হাইড্রোজেনের আইসোটোপগুলি ক্রমাগত পরিমাপ করা যায়। প্রযুক্তিটি আমাদের দেখিয়েছে প্রতি দশ মিনিটে একটি ঝড়ের গতি প্রকৃতির মধ্যে পরিবর্তন ঘটায়।"
advertisement
লিয়াং বলেন, "যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা উভয়ই বৃদ্ধি পাচ্ছে, তাই ভারত এবং তাইওয়ান (বা, জাপান)-এর মতো গ্রীষ্মমন্ডলীয় দেশে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একইসঙ্গে, ভবিষ্যতে ঘূর্ণিঝড় বিষয়ক গবেষণার আরো সুদূরপ্রসারী দিক উন্মুক্ত করবে।"
Partha Mukherjee 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ঘূর্ণিঝড়ের রূপ বদল! গভীর পরীক্ষা চলছে আইআইটি খড়গপুরে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement