West Midnapore News: বেলদাতে যাতায়াতের প্রধান বাধা কেশিয়ারি মোড় রেলগেট, ওভারব্রিজ নির্মাণের দাবি
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
বেলদার কেশিয়াড়ি মোড়ে রেল গেটের উপর ওভার ব্রিজ নির্মাণের দাবি সাধারণ মানুষের
বেলদা: নিত্যদিন বেড়েই চলেছে সমস্যা। রেলগেটের উপর ওভার ব্রিজ না হওয়াতে, যাতায়াতের পথে যেমন দীর্ঘ সময় লাগছে তেমনি মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানো দুঃসাধ্য হয়ে উঠছে রোগীর পরিজনদের। রেলগেটে আটকে পড়ছে অ্যাম্বুলেন্স সহ নিত্যদিনের যানবাহন। রেলগেটের জন্যে কখনো বিদ্যালয় পৌঁছতে দেরি, আবার কখনও নানা কাজে দেরি হচ্ছে সাধারনের।
আরও পড়ুন ঃইতিহাসের এক অনন্য দলিল মনোহরপুরের রাজবাড়ি, কাহিনি জানলে চমকে যাবেন
পশ্চিম মেদিনীপুরের বেলদা শহরের কেশিয়াড়ি মোড়ে অবস্থিত রেলগেট। প্রতিদিনই এই গেট দিয়ে যাতায়াত করেন বহু মানুষ। বারংবার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে রেল গেটের উপরে ওভারব্রিজ নির্মাণ করার। তবে সে আশা কার্যত আশাই রয়েছে। সামনেই নির্বাচন। বেলদাবাসীর দাবি কেশিয়াড়ি মোড় রেল গেটের উপর তৈরি হোক ওভারব্রিজ। সেই ওভার ব্রিজ তৈরির ভাবনা কার্যত এখন চাপা পড়ে গিয়েছে। তারপরে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেলদার জনসংখ্যার চাপ। রেলওয়ে সূত্রে খবর, জনসংখ্যা 1 লক্ষেরও বেশি হলে সেই গেট দিয়ে যাওয়া, সাধারণ মানুষের কথা মাথায় রেখে ওভার ব্রিজ তৈরি করা হয়। কিন্তু 2016 সেন্সাস অনুযায়ী 1 লক্ষ 30 হাজারেরও বেশি মানুষের যাতায়াত কেশিয়াড়ি মোড় রেল গেট এর মাধ্যমে।
advertisement
বেলদার কেশিয়াড়ি মোড় দিয়ে যাতায়াত করেন সারা দিনে প্রায় 10 হাজারের বেশি মানুষ। প্রসঙ্গত, মেদিনীপুরের রেলের একটি অনুষ্ঠানে মেদিনীপুরের সংসদ ঘোষনা করেন, বেলদাতে দুটি রেলগেটের উপর তৈরি হবে ওভারব্রীজ। তবে সে আশা ও কার্যত চাপা পড়েছে। রেলগেটের একপাশে রয়েছে বেলদা কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, রয়েছে ডিগ্রি কলেজ সহ একাধিক স্কুল কলেজ ও গ্রাম। অন্যদিকে বেলদা বাজার সহ অন্যত্র যাওয়া যায়। বেলদা থেকে কেশিয়ারি হয়ে ঝাড়গ্রাম এমনকি উড়িষ্যা ও যাওয়া যায়। যার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এই রেলগেট। জানা গিয়েছে, রাজ্য কেন্দ্র টানাপোড়েনে আটকে আছে ওভারব্রীজ নির্মাণের কাজ। তবে কবে কাজ শুরু হয় রেলগেটের উপর ওভারব্রীজ নির্মাণের? সেই আশায় সকলে।
advertisement
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 6:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: বেলদাতে যাতায়াতের প্রধান বাধা কেশিয়ারি মোড় রেলগেট, ওভারব্রিজ নির্মাণের দাবি