West Medinipur News: মেদিনীপুরে প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জমি পরিদর্শন করলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া
- Published by:Samarpita Banerjee
Last Updated:
তিনি আশ্বাস দেন, খুব শিগগিরই মেদিনীপুরের এই দ্বিতীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে
#পশ্চিম মেদিনীপুর- জেলা শহর মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে সাব ডিভিশনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসে, বুধবার শহরের উপকণ্ঠে খাসজঙ্গল মৌজায় (আবাস সংলগ্ন), প্রস্তাবিত একটি আধুনিক ও উন্নত পরিকাঠামো যুক্ত ক্রিকেট স্টেডিয়ামের জন্য বরাদ্দ হওয়া জমি ঘুরে দেখলেন সিএবি (CAB- Cricket Association of Bengal) সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর সঙ্গে ছিলেন জেলার অন্যতম ক্রীড়া সংগঠক সুজয় হাজরা, সিএবি'র জেলা কমিটির চেয়ারম্যান সঞ্জিত তোরই, মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ, জেলা আম্পায়ার ও রেফারি অ্যাসোসিয়েশনের ইন্দ্রজিৎ পানিগ্রাহী, ক্রীড়া অনুরাগী প্রদ্যোৎ ঘোষ সহ প্রশাসনের আধিকারিকরা।
জমি পরিদর্শনের পর প্রস্তাবিত ওই ৭ একর জায়গার ছবিও তুলে নিয়ে যান সিএবি প্রেসিডেন্ট। জেলার ক্রীড়া সংগঠনের সদস্যদের তিনি জানান, স্টেডিয়ামের স্কেচ বা নকশা করে পাঠানোর জন্য। তা তিনি রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন। সাংবাদিকদের অভিষেক এও জানান, রাজ্য সরকার খেলাধুলার মানোন্নয়নে প্রভূত কাজ করছে। এর ফলে জঙ্গলমহল সহ প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসছে। তাঁরা কলকাতা এবং ভিন রাজ্যে খেলছেন। ভবিষ্যতেও, জেলা থেকে বাছাই করা ক্রিকেটারদের রাজ্যস্তরে সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আশ্বাস দেন, খুব শিগগিরই মেদিনীপুরের এই দ্বিতীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে। প্রস্তাবিত জমিটি দেখেও তিনি সন্তোষ প্রকাশ করেন। পশ্চিম মেদিনীপুর জেলায় বড় মাপের স্টেডিয়াম হলে দক্ষিণবঙ্গের জঙ্গলমহল সহ একাধিক জেলার ক্রিকেট খেলোয়াড়রা খেলাধুলার দিক দিয়ে অনেকখানি উপকৃত হবে বলে মনে করছেন ক্রীড়াবিদরা।
Location :
First Published :
March 24, 2022 3:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মেদিনীপুরে প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জমি পরিদর্শন করলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া