West Medinipur Bomb Panick : মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, বাসষ্ট্যান্ড ঘিরে রাখলো পুলিশকর্মী
- Published by:Samarpita Banerjee
Last Updated:
প্রজাতন্ত্র দিবসের আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তল্লাশি অভিযান মেদিনীপুর শহরে।
#পশ্চিম মেদিনীপুর- প্রজাতন্ত্র দিবসের আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তল্লাশি অভিযান মেদিনীপুর শহরে। মেদিনীপুর কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার, শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলিতে চালানো হয় তল্লাশী অভিযান। তার মধ্যেই মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো। ব্যাগটির আশেপাশে কেউ না থাকায় পুলিশের সন্দেহ হলে, স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে, তারা এসে পৌঁছানোলে ব্যাগটি খোলা হবে। আপাতত ব্যাগটিকে লক্ষ্য রাখার জন্য দুই পুলিশকর্মীকে প্রহরায় রাখা হয়েছে ঐ স্থানে।
Location :
First Published :
January 25, 2022 10:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Bomb Panick : মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, বাসষ্ট্যান্ড ঘিরে রাখলো পুলিশকর্মী