West Medinipur Election : পৌরসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাইয়ে অভিনব উদ্যোগ, ড্রপবক্সের মাধ্যমে প্রার্থী পদের আবেদন জমা নেওয়া হচ্ছে

Last Updated:

এই উদ্যোগকে সাধুবাদ জানালেন ড্রপ বক্সে আবেদন পত্র জমা দিতে আসা মানুষেরা

+
প্রার্থী

প্রার্থী পদের আবেদন জমা নেয়া চলছে

#পশ্চিম মেদিনীপুর- আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি- র ড্রপ বক্সে আবেদনের উদ্যোগকে সাধুবাদ জানালেন ড্রপ বক্সে আবেদন পত্র জমা দিতে আসা মানুষেরা। মঙ্গলবার মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে, খড়্গপুর পৌর নির্বাচনে বিজেপির প্রার্থীপদের আবেদন জমা করতে আসা মানুষেরা জানান, "বিজেপি-র এই উদ্যোগ সত্যি খুবই ভালো লাগলো। এর মাধ্যমে সাধারন মানুষও প্রার্থীপদের আবেদন করতে পারবেন।বিজেপি সর্ব স্তরের মানুষদের সুযোগ দিয়েছে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য"।
অন্যদিকে বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক অরুপ দাস বলেন, "বিজেপি এ রাজ্যে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনেও এই পদক্ষেপ গ্রহণ করেছিল। বিজেপি দেশের সর্ববৃহৎ দল, যে দল সমস্ত স্তরের মানুষের যোগদানের মধ্য দিয়ে দল পরিচালনা করে। সমস্ত স্তরের মানুষকে সুযোগ দেয় মানুষের জন্য কাজ করার।"
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Election : পৌরসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাইয়ে অভিনব উদ্যোগ, ড্রপবক্সের মাধ্যমে প্রার্থী পদের আবেদন জমা নেওয়া হচ্ছে
Next Article
advertisement
SIR-এর কাজে কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? জবাব দিল নির্বাচন কমিশন
SIR-এর কাজে কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? জবাব দিল নির্বাচন কমিশন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement