West Midnapore News: অফিস শেষে গ্রামে হাজির বিডিও, তাকে ঘিরে বহু মানুষ! কি এমন ঘটল?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
বিকেলে হঠাৎই গ্রামে হাজির বিডিও সহ একাধিক আধিকারিকেরা। কথা বলেন প্রান্তিক এলাকায় জনজাতিভুক্ত মানুষজনের সঙ্গে
বেলদা: অফিস শেষ। হঠাৎ গ্রামে হাজির বিডিও। বিডিও এর চারিদিকে ভিড় করে আছেন সাধারন মানুষ। সাধারন মানুষের নানা কথা শুনছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তবে কারনটা কি? কেনই বা নিজের অফিস শেষে গ্রাম এলাকায় ঘুরছেন বিডিও? বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলী পশ্চিম পাড়া, বাঁধপাড়া এলাকায় গিয়ে অনগ্রসর জাতি, উপজাতিভুক্ত মানুষের অভাব অভিযোগ শুনলেন নারায়নগড়ের বিডিও কৃষানু রায়। সঙ্গে ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান যুথিকা পাল প্রধান সহ ব্লক ও পঞ্চায়েতের অন্যান্যরা।
আরও পড়ুনঃ দরিদ্রতাকে হারিয়ে সাফল্যের প্রতীক জঙ্গলমহলের ফুলমণি, উচ্চ মাধ্যমিকে ব্লকে প্রথম
তবে অফিস আওয়ারের বাইরে কেন এলাকায় এলেন প্রশাসনিক কর্তারা? জানা গিয়েছে, এখনো অধিকাংশ এলাকায় এসটি সম্প্রদায়ভুক্ত মানুষজনের নেই বৈধ শংসাপত্র। সেই সকল মানুষের কি সমস্যা রয়েছে, কেন হচ্ছেনা জাতিগত শংসাপত্র সে নিয়ে খেটে খাওয়া জনজাতি সম্প্রদায়ভুক্ত মানুষজনের সাথে কথা বললেন তারা। পাশাপাশি বিভিন্ন কাগজ খতিয়ে দেখে দ্রুত শংসাপত্র প্রদানেরও আশ্বাস দেন ব্লক আধিকারিক।
advertisement
advertisement
প্রসঙ্গত, বর্তমানে রাজ্য সরকারের নানা সুবিধা পেতে গেলে জনজাতি বা উপজাতি সম্প্রদায়ের মানুষজনের জাতিগত শংসাপত্র প্রয়োজন। বহু ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ মানুষ জনের নেই সেই জাতিগত শংসাপত্র। স্বাভাবিকভাবে নানা সরকারী সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে থাকেন প্রান্তিক এলাকায় মানুষ। তাই সরকারি উদ্যোগে যোগ্য ব্যাক্তিদের জাতিগত শংসাপত্র পাইয়ে দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ। এদিন প্রথমে দেউলী পশ্চিম পাড়া এবং পরে বাঁধপাড়া এলাকায় গিয়ে সাধারন মানুষের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 8:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: অফিস শেষে গ্রামে হাজির বিডিও, তাকে ঘিরে বহু মানুষ! কি এমন ঘটল?