Municipality Election : খড়্গপুরের ১৬ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর পোস্টারে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগানোর অভিযোগ

Last Updated:

বিজেপির তরফ থেকে দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সোমবার রাতে কয়েকজন যুবককে, অভিষেক আগরওয়ালের পোস্টারে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগাতে

+
অভিষেক

অভিষেক আগরওয়াল ও BJP কর্মীরা

#পশ্চিম মেদিনীপুর- এবার খড়্গপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ঘনিষ্ঠ, সাংসদ প্রতিনিধি অভিষেক আগারওয়ালের পোস্টারে তৃণমূল প্রার্থীর স্টিকার চেটানোকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ১৬ নং ওয়ার্ড এলাকাতে উত্তেজনা ছড়ালো। কয়েকদিন আগেই এই ১৬ নং ওয়ার্ডেরই বিজেপি প্রার্থী অভিষেক আগারওয়ালের বেশ কয়েকটি ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থী রমেশ আগরওয়াল সহ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এবার বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টারে, রাতের অন্ধকারে তৃণমূলের প্রার্থীর প্রচারের স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপির তরফ থেকে দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সোমবার রাতে কয়েকজন যুবক অভিষেক আগরওয়ালের পোস্টারে থাকা প্রার্থীর মুখে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগাতে। প্রার্থী অভিষেক আগারওয়াল অভিযোগ করেন, "তৃণমূল প্রার্থীর প্রচারের স্টিকার তৃণমূল কর্মী সমর্থকদের কাছেই রয়েছে। তৃণমূল গণতন্ত্রের গলা টিপে দিয়ে জোর করে ভোটে জিততে চাইছে। বিজেপি কর্মীরা যাতে ভোট প্রচার না করতে পারে, তার জন্য এসব কাজ করে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে। তাই এলাকার সমস্ত মানুষকে তৃণমূলের এই চরিত্রের কথা তুলে ধরবো ভোট প্রচারের মাধ্যমে।" বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, পুলিশ এবং নির্বাচন কমিশন নীরব। তিনি বিষয়টি দলের রাজ্য নেতৃত্বেকে জানিয়েছেন বলে জানান।
advertisement
অন্যদিকে তৃণমূল প্রার্থী রমেশ আগরওয়াল দাবি করেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে ভোটে জিততে চাইছে। বিজেপি প্রার্থী অভিষেক আগরওয়াল, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এবং নিজেদের প্রচার আলোয় আনার জন্য এইসব কাজ নিজেরাই করে বেড়াচ্ছে, তৃণমূলের কেউ কখনো এই ধরনের কাজ করেনা।
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Municipality Election : খড়্গপুরের ১৬ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর পোস্টারে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগানোর অভিযোগ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement