Auditorium in belda: ঝাঁ চকচকে অডিটোরিয়াম পেতে চলেছে বেলদাবাসী
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দীর্ঘ দিনের দাবি মেনে অবশেষে বেলদায় চালু হতে চলেছে অডিটোরিয়াম। বাম আমলে কাজ শুরু হলেও বেশ কয়েকটি দশক কেটে গেলেও চালু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।
বেলদা: অবশেষে বেলদাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। ভোটের পরেই ঝাঁ চকচকে অডিটোরিয়াম উপহার পাবে বেলদার মানুষজন। যার ফলে বিভিন্ন অনুষ্ঠান, মিটিং করা অনেকটাই সহজ হবে বেলদার মানুষজনের।
প্রসঙ্গত বেলদা ছাড়া অন্যান্য ব্লক যেমন দাঁতন, কেশিয়াড়ি সহ একাধিক ব্লকে রয়েছে ইনডোর অডিটোরিয়াম। তবে দীর্ঘদিন সাধারণ মানুষের দাবি ছিল বেলদাতে চালু করতে হবে অডিটরিয়াম। বাম আমলে কাজ শুরু হলেও বেশ কয়েকটি দশক কেটে গেলেও চালু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। অবশেষে বেলদার মানুষজনের জন্য চালু হতে চলেছে অডিটোরিয়ামটি।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে খবর, অত্যন্ত দ্রুতগতির সাথে কাজ চলছে অডিটোরিয়ামে। দ্বিতল বিশিষ্ট এই অডিটোরিয়ামে থাকবে নানান অত্যাধুনিক ব্যবস্থা। থাকবে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, পুরো অডিটোরিয়াম হল হবে শীততাপ নিয়ন্ত্রিত। বেলদার সংস্কৃতিমনস্ক মানুষ কিংবা অন্যান্য রাজনৈতিক সভা কিংবা বৈঠক করতে গেলে রাস্তার পাশে কিংবা বেলদার একটি বিদ্যালয়ে তা করতে হতো।
advertisement
তবে আগামী বেশ কয়েক মাসের মধ্যেই চালু হতে চলেছে এই অডিটোরিয়াম। সাধারণের ভোটে নির্বাচিত হওয়ার পর বারংবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তদবির করেছেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। তবে ঝাঁ চকচকে অডিটরিয়াম চালু হলে আখেরে লাভ হবে সাধারণ মানুষেরই।
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 23, 2023 7:59 PM IST









