Madhyamik exam : বিষধর সাপ কামড়ানোর পর হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী

Last Updated:

পরীক্ষা দেওয়ার সময় যাতে ঐ ছাত্রের কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য প্রস্তুত রয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

+
হাসপাতালের

হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে গৌতম

#পশ্চিম মেদিনীপুর - পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নং ব্লকের শীর্ষা গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী গৌতম ঘোষকে রবিবার রাতে বিষধর সাপ কামড় দেয়। সঙ্গে সঙ্গেই তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তাই গৌতম হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে সে তার পরীক্ষাকেন্দ্রে যায়। পরে সেখানে অসুস্থ বোধ করায় তাকে আবার নিয়ে এসে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত তার জন্য হাসপাতালেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দেয় গৌতম ঘোষ।
চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের BMOH স্বপ্নীল মিস্ত্রি জানান, চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে রবিবার রাতে সে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতাল ভর্তি হয়েছিল। প্রাথমিকভাবে প্রয়োজনীয় সমস্ত টেস্ট গুলি ইতিমধ্যেই করানো হয়েছে। হাসপাতালের ডাক্তারবাবুরা প্রস্তুত রয়েছেন। তার কোন রকম অসুবিধা হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হবে। তবে এখন নজরদারির মধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং সুস্থ আছে। পরিবার সূত্রে জানা যায়, আপাতত শারীরিক ভাবে সম্পূর্ন সুস্থ না হওয়া পর্যন্ত গৌতম হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেবে। সেজন্য হাসপাতালেই সমস্ত রকম ব্যবস্থা করেছে পর্ষদ। তবে প্রথমদিন ও দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে পেরেছে গৌতম বলে সূত্রের খবর। চিকিৎসকরা গৌতমের উপর বিশেষ নজরদারি চালাচ্ছে। পাশাপাশি পরীক্ষা দেওয়ার সময় যাতে ঐ ছাত্রের কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য প্রস্তুত রয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে হাসপাতালে তার পরীক্ষার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থী গৌতম ও তার পরিবার পরিজনেরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Madhyamik exam : বিষধর সাপ কামড়ানোর পর হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement