Paschim Medinipur: সাইবার অপরাধীদের ঠেকাতে মেদিনীপুর কলেজে পরামর্শ বিশেষজ্ঞদের

Last Updated:

নেট নির্ভর দুনিয়ায় 'সাইবার ক্রাইম' হু হু করে বেড়ে চলেছে। সাইবার প্রতারকদের খপ্পরে কে না পড়ছেন! পুলিশ, অধ্যাপক থেকে নেতা-মন্ত্রী-বিধায়ক কিংবা গৃহবধূ থেকে কলেজ পড়ুয়া- কমবেশি সকলেই ভুক্তভোগী।

+
সাইবার

সাইবার সেফটি বিষয়ক কর্মশালা

পশ্চিম মেদিনীপুর: নেট নির্ভর দুনিয়ায় 'সাইবার ক্রাইম' হু হু করে বেড়ে চলেছে। সাইবার প্রতারকদের খপ্পরে কে না পড়ছেন! পুলিশ, অধ্যাপক থেকে নেতা-মন্ত্রী-বিধায়ক কিংবা গৃহবধূ থেকে কলেজ পড়ুয়া- কমবেশি সকলেই ভুক্তভোগী। এবার, সাইবার অপরাধ ঠেকাতে বা এই ধরনের অ্যাধুনিক 'ক্রাইম' সম্পর্কে সমাজকে সচেতন করতে উদ্যোগী হল, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

আরও পড়ুনঃ আম্মা জনসেবা সোসাইটি' উদ্যোগে চালু নিত্য পাঠশালা

advertisement
advertisement
মেদিনীপুর কলেজ এবং কলেজের প্রাক্তনীদের সহায়তায় শুক্রবার কলেজেই আয়োজিত হল, 'সাইবার সেফটি' (Cyber Safety) সম্পর্কিত একটি সেমিনার বা আলোচনা চক্র। পড়ুয়াদের এই বিষয়ে সচেতন করে, বৃহত্তর সমাজে তা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য আয়োজকদের। যদিও, সেমিনারে উপস্থিত পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, আগামীদিনে প্রতিটি ব্লকেই এই ধরনের সেমিনার আয়োজিত হবে। প্রসঙ্গত, সাইবার ক্রাইমের দাপটে অতিষ্ঠ আট থেকে আশি। কারুর সমাজ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে তো কারুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কেউ টাকা খোয়াচ্ছেন তো কেউ সম্মান! কলেজ পড়ুয়া ছাত্রী থেকে অবসর নেওয়া অধ্যাপক, নানাভাবে প্রতারকদের খপ্পরে পড়ছেন। কতরকম ভাবে সাধারণ মানুষ সাইবার প্রতারণার শিকার হতে পারেন, তা নিয়ে একটি তথ্য চিত্র দেখানো হয় এদিন।
advertisement

আরও পড়ুনঃ ফের মাওবাদী নাশকতার আশঙ্কায় তটস্থ জঙ্গলমহল! একাধিক স্টেশনে চলল তল্লাশি

advertisement
পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এবং সাইবার এক্সপার্ট কৃষ্ণ গোপাল মিনা। কলেজের বিবেকানন্দ হলে এই সেমিনার আয়োজিত হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত, কলেজ প্রাক্তনীর সম্পাদক কুণাল ব্যানার্জি প্রমুখ। পড়ুয়ারা জানান, এদিনের সেমিনার থেকে তাঁরা সাইবারক্রাইম এবং সাইবার সেফটি- বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছেন, যা ভবিষ্যতে তাঁরা কাজে লাগাতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: সাইবার অপরাধীদের ঠেকাতে মেদিনীপুর কলেজে পরামর্শ বিশেষজ্ঞদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement