West Medinipur News: রাজ্যের সেরা স্বেচ্ছাসেবকের স্বীকৃতি
- Published by:kaustav bhowmick
Last Updated:
২০২১-২২ শিক্ষাবর্ষে এনএসএসের কাজকর্মের নিরিখে রাজ্যস্তরের সেরা স্বেচ্ছাসেবক হিসেবে পুরস্কৃত হয় সানু বিশাল
পশ্চিম মেদিনীপুর: বেলদা কলেজের মুকুটে নতুন পালক। সামাজ সচেতনতামূলক কাজের স্বীকৃতি হিসেবে রাজ্য স্তরে সেরা খেতাব পেল বেলদা কলেজের এনএসএস বিভাগের এক ছাত্র।
বেলদা কলেজের জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক সানু বিশাল পেল রাজ্যস্তরের পুরস্কার। ২০২১-২২ শিক্ষাবর্ষে এনএসএসের কাজকর্মের নিরিখে রাজ্যস্তরের সেরা স্বেচ্ছাসেবক হিসেবে পুরস্কৃত হয় সে। সানু বেলদা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র।
আরও পড়ুন: নাচে সেরার সেরা তৃতীয় শ্রেণির শিঞ্জিনী
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতর এবং রামকৃষ্ণ মঠ ও মিশন যৌথভাবে এই পুরস্কার প্রদান করে থাকে। হাওড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সভাগৃহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সেবা প্রকল্পের রিজিওনাল ডিরেক্টর বিনয় কুমার, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ, উচ্চশিক্ষা দফতরের ডিপিআই জয়শ্রী রায় চৌধুরী, রাজ্য জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক রামপ্রসাদ ভট্টাচার্য প্রমুখ।
advertisement
এই স্বীকৃতি প্রসঙ্গে বেলদা কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার এবং পশ্চিম মেদিনীপুর জেলা এনএসএসের নোডাল অফিসার লিপিকা মণ্ডল বলেন, বেলদা কলেজের স্বেচ্ছাসেবকরা সমাজের উন্নতির লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে। পরিবেশ, স্বাস্থ্য সচেতনতা ও সমাজ সচেতনতামূলক কাজের স্বীকৃতি হিসেবে এই নিয়ে দ্বিতীয়বার পুরস্কার জিতল বেলদা কলেজের কোনও ছাত্র।
প্রসঙ্গত বেলদা কলেজের এনএসএস বিভাগ বিভিন্ন সময়ে নানান সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। কখনও প্রত্যন্ত গ্রামকে দত্তক নেওয়া, আবার কখনও সাধারণ মানুষের মধ্যে নানান বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। রাজ স্তরে সেরার স্বীকৃতি পাওয়ায় সানু বিশালকে সংবর্ধিত করে বেলদা কলেজ।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 9:03 PM IST