West Medinipur Professor Arrested: এক অধ্যাপিকাকে জাতি বিদ্বেষমূলক কটূক্তির অভিযোগে গ্রেফতার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক।

Last Updated:

এই নিয়ে সরব হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ভারত জাকাত মাঝি পরগনা মহল। সবং কলেজ ঘেরাওয়ের  ডাক দেওয়া হয়েছিল।

অধ্যাপক নির্মল বেরা
অধ্যাপক নির্মল বেরা
#পশ্চিম মেদিনীপুর- অবশেষে এক অধ্যাপিকার প্রতি জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অপরাধে গ্রেফতার করা হল পশ্চিম মেদিনীপুরের অধ্যাপককে! পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের এক অধ্যাপিকাকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করা এবং মানসিক নির্যাতন করার অভিযোগে গ্রেফতার করা হয় ওই কলেজেরই বাংলা বিভাগের অধ্যাপক নির্মল বেরাকে (West Medinipur Professor Arrested)। সোমবারই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সবং কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা পাপিয়া মান্ডি'র অভিযোগ ছিল, পরীক্ষা চলাকালীন কলেজের ওই বিভাগের অধ্যাপক ড. নির্মল বেরা তাঁর 'জাতি' তুলে অপমানজনক মন্তব্য করেন। এরপর, কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও, কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এই নিয়ে পশ্চিম মেদিনীপুরের আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের, সবং ব্লক কমিটির উদ্যোগে পাপিয়া মান্ডির উপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সবং সজনীকান্ত মহাবিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন করা হয়। তারা দাবি তোলেন অভিযুক্ত অধ্যাপকের গ্রেফতারের (West Medinipur Professor Arrested)।
advertisement
এরপরই একযোগে ওই অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন পাপিয়া। গত ১৯ অক্টোবর (২০২১) ওই অধ্যাপিকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা যায়। এরপর, ড. বেরাকে সাসপেন্ড বা বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ (West Medinipur Professor Arrested)। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে বলে জানিয়েছিলেন কলেজের অধ্যক্ষ তপন কুমার দত্ত। এই নিয়ে সরব হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ভারত জাকাত মাঝি পরগনা মহল। সবং কলেজ ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। লাগাতার প্রতিবাদ উঠে এসেছিল সংগঠনের পক্ষ থেকে। অবশেষে অভিযুক্ত নির্মল বেরাকে গ্রেফতার করল সবং থানার পুলিশ। সোমবার নির্মল বেরাকে মেদিনীপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Professor Arrested: এক অধ্যাপিকাকে জাতি বিদ্বেষমূলক কটূক্তির অভিযোগে গ্রেফতার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক।
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement