West Medinipur Crime: পিংলার ক্ষীরাই অঞ্চলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়, এক স্কুলছাত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ

Last Updated:

আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি নাবালিকা

+
গুরুতর

গুরুতর আহত স্কুলছাত্রী।

#পশ্চিম মেদিনীপুর- বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকার গলায় ছুরি চালালো এক ব্যাক্তি। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি নাবালিকা। যদিও অভিযুক্ত ওই ব্যাক্তি এখনও পলাতক, তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৬ নং ক্ষীরাই অঞ্চলের জোড়াবাঁধ এলাকায়, যা নিয়ে রিতীমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার ওই নাবালিকা সার্কাস দেখে ফেরার পথে উক্ত এলাকার বলিস্বরপুর এলাকায়, ৪২ বছরের এক ব্যাক্তি, নাম মুস্তাফা খাঁন, ওই নাবালিকার পথ আটকে চোখে লংকার গুড়ো ছিটিয়ে গলায় ছুরি চালিয়ে চম্পট দেয়।নাবালিকাটি রকাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুততার সঙ্গে এসে ওই নাবালিকাকে পিংলা গ্রামীন হাসপাতালে নিয়ে আসে।পরে তাকে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যালে।ঘটনায় অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে আরো খবর, ওই ব্যাক্তি মাঝে মধ্যেই ও নাবালিকাকে উত্তপ্ত করতো। এমনকি মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু তাতে কেউ রাজি না হওয়াতে এই ঘটনা ঘটিয়েছে। মুস্তাফার খোঁজ চালাচ্ছে পিংলা থানার পুলিশ।অপরদিকে এই ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে পিংলা থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পিংলা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Crime: পিংলার ক্ষীরাই অঞ্চলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়, এক স্কুলছাত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement