Paschim Medinipur: মধ্যযুগীয় বর্বরতার ছবি এবার গড়বেতায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গড়বেতা ১ নম্বর ব্লকের বিডিও শেখ ওয়াসিম রেজা বলেন অভিযোগ পেয়েছি পুলিশকে জানিয়েছি,অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, আহত ওই চার নাবালকদের গড়বেতা গ্রামীন হাসপাতালে চিকিৎসা চলছে, অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে উঠেছে নিন্দার ?
পশ্চিম মেদিনীপুরঃ দড়িতে করে বেঁধে ৪ জন নাবালককে মাটিতে ফেলে উত্তম-মধ্যম প্রহার করছে এক ব্যক্তি, মধ্যযুগীয় বর্বরতার এই ছবি দেখা গেল গড়বেতা থানার অন্তর্গত গড়বেতা ১ নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া অঞ্চলের জবা গ্রামে,অভিযোগ ট্রাক্টরের পার্টস চুরি করেছে এই শিশুগুলি এই অভিযোগ নিয়ে ওই চার নাবালককে দড়িতে করে বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে পেটাচ্ছেন রবিয়াল খান নামে এক ব্যক্তি, এর পরেই পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গড়বেতা থানার পুলিশ গ্রেপ্তার করেছে,পাশাপাশি ওই চার নাবালককে আনা হয়েছে গড়বেতা হাসপাতালে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে, এই বিষয় নিয়ে গড়বেতা ১ নম্বর ব্লকের বিডিও শেখ ওয়াসিম রেজা বলেন অভিযোগ পেয়েছি পুলিশকে জানিয়েছি,অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, আহত ওই চার নাবালকদের গড়বেতা গ্রামীন হাসপাতালে চিকিৎসা চলছে, অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে উঠেছে নিন্দার ঝড়।
Location :
First Published :
January 28, 2022 6:45 PM IST