Accident Death: 'দানব' গাড়ির ধাক্কায় সব শেষ! ভয়ঙ্কর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু SSKM-এর প্রাক্তনী চিকিৎসকের, পরিবারে শোক-হাহাকার
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Accident Death: পথ দুর্ঘটনায় তরুণ চিকিৎসকের মৃত্যু। এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী চয়ানদীপ দাসের মৃত্যু হল বেপরোয়া লরির ধাক্কায়।
কলকাতা: পথ দুর্ঘটনায় তরুণ চিকিৎসকের মৃত্যু। এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী চয়ানদীপ দাসের মৃত্যু হল বেপরোয়া লরির ধাক্কায়। বর্তমানে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার চণ্ডীপুর ইরাসাল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সন্ধে সাতটার সময় মোটর বাইকের পিছনে বসে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা মারলে গুরুতর আহত হন চিকিৎসক ।
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! শনির গোচরে কাঁপবে দুনিয়া, এক ইশারায় ৩ রাশির ঘুম উড়িয়ে দেবেন শনিদেব, জীবন ‘নরক’ কাদের?
চণ্ডীপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বুকে, পেটে আঘাত নিয়ে কোমা স্টেজে ভর্তি হন। এরপরই তাকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়ার বন্দোবস্ত হয়। তবে তার আগেই রাত একটা নাগাদ মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-জানুয়ারিতেই ‘জ্যাকপট’…! শনি- মঙ্গলের দ্বৈত গোচরে বিরল রাজযোগ, এই ৪ রাশির স্বপ্নপূরণ, অঢেল টাকা-পয়সা, খুলে যাবে বন্ধ ভাগ্য
এই বছরেই নিট পিজি তে ভাল ফল করে কলকাতার ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে শিশু চিকিৎসা বা পেডিয়াট্রিক নিয়ে সুযোগ পান শিশু চিকিৎসক। বর্তমানে হাওড়া আন্দুলে থাকতেন। মাত্র ৩১ বছর বয়সে চলে গেলেন চিকিৎসক। ২০১৩ সালে এমবিবিএস পড়তে আসে এসএসকেএম হাসপাতালে৷ গতকাল দিঘা নন্দকুমার জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে৷ মায়ের অভিযোগ, এই ঘটনায় চক্রান্ত আছে। লরি ধাক্কা মেরেছে কিন্তু বাইকের টায়ারের দাগ পাওয়া গেছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 3:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident Death: 'দানব' গাড়ির ধাক্কায় সব শেষ! ভয়ঙ্কর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু SSKM-এর প্রাক্তনী চিকিৎসকের, পরিবারে শোক-হাহাকার










