West Bengal Budget: ২ তারিখ রাজ্য বিধানসভায় অন্তবর্তীকালীন বাজেট পেশ, রাজ্যপালের বক্তৃতার পরে বাজেট পেশ হবে

Last Updated:

বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তারপর নির্বাচনের মধ্যে দিয়ে নতুন রাজ্য সরকার গঠিত হবে। সরকার গঠনের পর আবার বাজেট পেশ হবে। 

রাজ্যপালের বক্তৃতার পরে বাজেট পেশ হবে বিধানসভায়
রাজ্যপালের বক্তৃতার পরে বাজেট পেশ হবে বিধানসভায়
আবীর ঘোষাল, কলকাতা: আগামী ২ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের শেষ অর্ন্তবর্তী বাজেট পেশ হবে ওই দিন। বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তারপর নির্বাচনের মধ্যে দিয়ে নতুন রাজ্য সরকার গঠিত হবে। সরকার গঠনের পর আবার বাজেট পেশ হবে।
রাজ্যের বাজেট অধিবেশনে হবে রাজ্যপালের ভাষণ। আগামী ২ ফেব্রুয়ারি বেলা ৩টেয় বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। ৩০ জানুয়ারি হবে বিএ কমিটি ও সর্বদলীয় বৈঠক। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে অধিবেশন। অধিবেশনে থাকছে প্রশ্নোত্তর ও মেনশন পর্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তে যা পরিস্থিতি, বিশেষত SIR ও নানা সাম্প্রতিক বিষয়ে আলোচনা হোক, চাইছেন বিধানসভার অধ্যক্ষ।
advertisement
advertisement
রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৩০ তারিখ বিধানসভার কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে। এর পরে হবে সর্বদলীয় বৈঠক। আগামী ৩১ জানুয়ারি বসবে বিধানসভার অধিবেশন। প্রথম দিন অবশ্য শোক প্রস্তাব পেশ করে অধিবেশন মুলতুবি করা হবে। ২ তারিখ দুপুর একটা নাগাদ রাজ্যপালের ভাষণ হবে। এর পরে দুপুর তিনটে নাগাদ হবে বাজেট পেশ।
advertisement
বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের অধিবেশন চলতে পারে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী বাকযুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। ঘটনাচক্রে এসআইআর আবহেই বসছে বিধানসভার অধিবেশন। ফলে এ সংক্রান্ত বিষয়েও বিধানসভার অধিবেশন তপ্ত হয়ে উঠতে পারে।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের এটিই শেষ বাজেট। ফলে সংক্ষিপ্ত বাজেটে কী কী চমক থাকবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রশাসন সূত্রে খবর, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বাজেট পেশ করার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।
২০২১ সালে অন্তবর্তীকালীন বাজেট পেশ না করে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিল রাজ্য সরকার। সেই বাজেট বক্তৃতা পাঠ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কিন্তু এ বার তেমন ঘটনার পুনরাবৃত্তি হবে কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Budget: ২ তারিখ রাজ্য বিধানসভায় অন্তবর্তীকালীন বাজেট পেশ, রাজ্যপালের বক্তৃতার পরে বাজেট পেশ হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট
শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোয় থাকবে না জাঁকিয়ে ঠান্ডা

  • সরস্বতী পুজোয় থাকবে উষ্ণতার ছোঁয়া

  • রাজ্যের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement