Nadia News: মায়াপুরে উৎসবের মরশুমে রুম বুকিংয়ে প্রতারণা! সতর্ক করল ইসকন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
উৎসবের মরশুমে বিরাট প্রতরণার বড়সড় পর্দা ফাঁস! নতুন বছরের শুরুতেই মায়াপুরে তীর্থযাত্রী ও পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে সক্রিয় প্রতারক চক্র
মায়াপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নতুন বছরের শুরুতেই তীর্থনগরী মায়াপুরে ভক্ত ও পর্যটকের ঢল নামতে শুরু করেছে। দেশ-বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই পবিত্র স্থানে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে একাধিক অনলাইন প্রতারক চক্র। উৎসবের মরশুমে রুম বুকিংকে কেন্দ্র করে বিরাট প্রতারণার পর্দাফাঁস হওয়ায় চরম উদ্বেগ ছড়িয়েছে।
ইসকন মায়াপুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং চ্যানেলের মাধ্যমে বহু ভক্ত ও পর্যটকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ভারত ছাড়াও বিদেশ থেকে আগত বহু মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ গোটা বিষয়টি নিয়ে একটি এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
advertisement
ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা মায়াপুরে থাকার ব্যবস্থা করে দেওয়ার নামে একাধিক ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে। এইসব ওয়েবসাইটে ঘর বুকিংয়ের নাম করে অনলাইনে টাকা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের নজরে আসা এমনই একটি অননুমোদিত ওয়েবসাইট হল www.prabhupadvillage.com। এছাড়াও আরও বেশ কয়েকটি ভুয়ো সাইট সক্রিয় রয়েছে বলে ইসকনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
advertisement
advertisement
মন্দির কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল https://www.visitmayapur.com/। এর বাইরে কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে বুকিং সম্পূর্ণ অননুমোদিত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই প্রতারণার ফলে বহু পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে, অনেক ক্ষেত্রে শিশু ও পরিবার নিয়ে বিদেশ থেকে এসে অনেকে জানতে পারছেন তাঁদের বুকিংটি সম্পূর্ণ ভুয়ো। বহু ক্ষেত্রে প্রতারিত ব্যক্তিরা পুরো টাকাই হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
advertisement
ইসকনের পক্ষ থেকে সকল ভক্ত ও পর্যটকদের সতর্ক করে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের মাধ্যমেই রুম বুকিং করতে হবে, হোয়াটসঅ্যাপ বা ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে বুকিং এড়িয়ে চলতে হবে এবং অতিরিক্ত ছাড় বা তাড়াহুড়োর প্রলোভনে পা না দিয়ে চলতে হবে। মন্দির কর্তৃপক্ষ সকলের কাছে এই সতর্কবার্তা ছড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে মায়াপুরে আগত ভক্তদের পবিত্র যাত্রায় তাঁরা কোনওভাবেই প্রতারণার শিকার না হোন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 5:11 PM IST










