Taki Road Accident: সরস্বতী পুজোর সকালে টাকি রোডে মর্মান্তিক দৃশ্য! দু'টি গাড়ির মাঝে পিষে মৃত্যু যুবকের, আহত সঙ্গী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Taki Road Accident: শুক্রবার সরস্বতী পুজোর সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপায় টাকি রোডের উপর মর্মান্তিক দৃশ্য। দুটো গাড়ির মধ্যে পড়ে পিষে মারা গেলেন বাইক আরোহী যুবক। আহত সঙ্গী।
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: দেগঙ্গার টাকি রোডে দু’টি গাড়ির মধ্যে পড়ে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক মোটরবাইক আরোহী যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও ১। শুক্রবার সরস্বতী পুজোর সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপায় টাকি রোডের উপর পথ দুর্ঘটনায় মারা গেলেন যুবক।
জানা যাচ্ছে, মৃত যুবকের নাম দীপঙ্কর রায়। বয়স ৩০ বছর। আহত ১। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর রায় তার এক সঙ্গীকে নিয়ে বেড়াচাঁপা চৌমাথা এলাকায় যানজটে আটকে ছিলেন। পিছন থেকে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই মোটরবাইকের পিছনে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দীপঙ্করের সঙ্গী আর সামনে দাঁড়িয়ে থাকা ম্যাক্স গাড়ি ও ট্রাকের মাঝে পিষ্ঠ হয়ে গুরুতর জখম হন দীপঙ্কর।
advertisement
আরও পড়ুনঃ স্মৃতির ২০৯ বছর! স্কুলের জরাজীর্ণ দালানে আজও অমলিন নেতাজির পদচিহ্ন, ধ্বনিত হয় ‘সেদিনের’ ভাষণ
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান যুবক। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, ট্রাকের ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকের পিছনে সজোরে ধাক্কা দেওয়ার জন্য দুটি গাড়ির মাঝে পিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মৃত্যুতেও শিক্ষা হয়নি! ফিরে এল মধ্যমগ্রামে রঙের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি, অগ্নিনির্বাপক ব্যবস্থায় চূড়ান্ত গলদ
পুলিশ ইতিমধ্যেই ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 23, 2026 8:54 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Taki Road Accident: সরস্বতী পুজোর সকালে টাকি রোডে মর্মান্তিক দৃশ্য! দু'টি গাড়ির মাঝে পিষে মৃত্যু যুবকের, আহত সঙ্গী










