নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন, BLO-দের জন্য দেওয়া হল কঠোর নির্দেশিকা
- Reported by:Priti Saha
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SIR West Bengal: নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা রক্ষায় আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের (BLO) বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি, নির্দেশ অমান্য বা অনিয়মের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশিকা জারি করল কমিশন। শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।
কলকাতা: নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা রক্ষায় আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের (BLO) বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি, নির্দেশ অমান্য বা অনিয়মের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশিকা জারি করল কমিশন। শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত BLO-রা সরাসরি কমিশনের অধীনে কর্মরত বলে গণ্য হবেন। ফলে দায়িত্ব পালনে কোনও রকম অবহেলা, অসদাচরণ বা আইনভঙ্গ হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে জেলা নির্বাচনী আধিকারিককে (DEO)। প্রয়োজনে BLO-কে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করার সুপারিশ করা হবে। অপরাধমূলক কাজের প্রমাণ মিললে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে FIR দায়েরের পথও খোলা থাকছে।
advertisement
এ ক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বতঃপ্রণোদিত ভাবেও ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। বরখাস্ত, বিভাগীয় তদন্ত কিংবা FIR—সব ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করতে হবে দ্রুত এবং তার রিপোর্ট কমিশনকে জানাতে হবে।
advertisement
রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মধ্যেই এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কমিশনের বার্তা স্পষ্ট—নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতায় কোনও আপস বরদাস্ত নয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 10:47 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন, BLO-দের জন্য দেওয়া হল কঠোর নির্দেশিকা










