Second Hooghly Bridge Closed: ফের ভোগান্তি! রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কোন পথে চলবে গাড়ি? রাস্তায় বেরনোর আগে জানুন
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Second Hooghly Bridge Closed: ফের ভোগান্তি নিত্যযাত্রীদের ৷ রবিবারও মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।
কলকাতা: ফের ভোগান্তি নিত্যযাত্রীদের ৷ রবিবারও মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ভোর ৫ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু৷ বিয়ারিং প্রতিস্থাপন ও মেরামতের কাজ চলছে।
আজ ৮ ঘণ্টার জন্য বন্ধ আছে। লাস্ট ৮ মাস ধরে মেরামতির কাজ চলছে। PWD যেমন রিকুয়েষ্ট করেন তেমনই আমরা সিদ্ধান্ত নিয়ে সেদিন বন্ধ করি৷ মোট ১৬ টি বার আছে বিদ্যাসাগর সেতুর। এখনও পর্যন্ত ৮ টি বার প্রতিস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন-২০০ বছর পর মৌনী অমাবস্যায় বিরল যোগ…! শনির রাশিতে পঞ্চগ্রহী যোগে ৫ রাশি ‘রাজা’, অর্থ-যশ-সৌভাগ্য তুঙ্গে, সোনায় মুড়বে কপাল
জানা গিয়েছে, রাস্তা মেরামতির কারণেই বন্ধ রাখা হবে গাড়ি৷ কোন কোন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে,তা রাস্তায় বেরনোর আগে জানুন৷ এর আগেও রাস্তা মেরামতির জন্য বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু৷ তারপর আবারও এই রবিবার বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু৷
advertisement
advertisement
আরও পড়ুন-জানুয়ারিতে ‘জ্যাকপট’…! মকর রাশিতে সূর্য-বুধের সংযোগ, বুধাদিত্য রাজযোগে ‘রাজা’ হবে ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধা কথা মাথায় রেখে সমস্ত গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেবে পুলিশ। এর আগেও একাধিকবার বিদ্যাসাগর সেতু সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহের বাকি দিনগুলিতে এই সেতুতে যান চলাচলের চাপ অনেকটাই বেশি থাকে। তাই সংস্কারের কাজের জন্য ছুটির দিনকেই বেছে নেওয়া হচ্ছে। কোন কোন রাস্তা দিয়ে গাড়ি চলবে৷ তা রাস্তায় বেরনোর আগে অবশ্যই দেখে নিন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 10:26 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Second Hooghly Bridge Closed: ফের ভোগান্তি! রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কোন পথে চলবে গাড়ি? রাস্তায় বেরনোর আগে জানুন










