Indian Army Jawan Death: নতুন বাড়ির কাজ দেখতে শনিবারই ফেরার কথা ছিল, কফিন বন্দি হয়ে সাঁকরাইলে ফিরছেন সমীরণ!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ডোডার প্রায় ৯০০০ ফুট উচ্চতায় ভদেরওয়াহ-চম্বা রোডের উপরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷
রাজু সিং, ঝাড়গ্রাম: মৃত সমীরণ সিং ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কুচলাদাঁড়ি গ্রামের বাসিন্দা ছিলেন৷ এই দুঃসংবাদ পৌঁছনোর পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷
পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন সমীরণ৷ সম্প্রতি নতুন বাড়ি তৈরির কাজও শুরু করেছিলেন তিনি৷ সেই বাড়ির ঢালাইয়ের কাজ শেষ হয়েছে কয়েকদিন আগে৷ আগামিকাল শনিবারই ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল সমীরণের৷ ছেলের ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর বাবা-মা৷ তার বদলে ফিরছে সমীরণের কফিনবন্দি দেহ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সমীরণের মরদেহ বাড়িতে ফেরার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে বিমানে দেহ পাঠানো সম্ভব হয়নি।
advertisement
advertisement
বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ডোডার প্রায় ৯০০০ ফুট উচ্চতায় ভদেরওয়াহ-চম্বা রোডের উপরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷ সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ১০ জন জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও ১১ জন৷
advertisement
সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটিতে মোট ২১ জন ছিলেন৷ প্রায় ৯০০০ ফুট উচ্চতায় ভদেরওয়াহ-চম্বা রোডের উপরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনা এবং পুলিশের উদ্ধারকারী দল৷ স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান৷ গুরুতর আহত কয়েকজন সেনা জওয়ানকে এয়ারলিফট করে উধমপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 4:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Army Jawan Death: নতুন বাড়ির কাজ দেখতে শনিবারই ফেরার কথা ছিল, কফিন বন্দি হয়ে সাঁকরাইলে ফিরছেন সমীরণ!











