North Bengal News: হলদিবাড়ি চা বাগানে হাতির হামলা, ভয়াবহ পরিণতি হল চার মহিলা শ্রমিকের!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
North Bengal News: যে এলাকায় হাতির হামলার ঘটনা ঘটে, তার একেবারে গা ঘেঁষে রয়েছে মরাঘাট জঙ্গল। ফলে প্রায় প্রতিদিনই জঙ্গল থেকে লোকালয়ে কিংবা চা বাগানে ঢুকে পড়ছে দলছুট হাতি।
রকি চৌধূরী, বানারহাট: বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানে হাতির হামলা, গুরুতর আহত ২ মহিলা। বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের ৬সি নম্বর সেকশনে ঘাস কাটতে গিয়ে হাতির হামলার শিকার হলেন চারজন মহিলা শ্রমিক। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দু’জন। আহতদের নাম গীতা ছেত্রী (৫৩) ও বিরসি মুন্ডা (৪৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন চারজন মহিলা শ্রমিক চা বাগানের ৬সি সেকশনে ঘাস কাটার কাজ করছিলেন। সেই সময় হঠাৎই একটি দলছুট হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের উপর হামলা চালায়। শুরুতেই দুই মহিলাকে আচার মারে।আর বাকি দুজন কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচে।
যে এলাকায় হাতির হামলার ঘটনা ঘটে, তার একেবারে গা ঘেঁষে রয়েছে মরাঘাট জঙ্গল। ফলে প্রায় প্রতিদিনই জঙ্গল থেকে লোকালয়ে কিংবা চা বাগানে ঢুকে পড়ছে দলছুট হাতি। এর জেরেই বারবার ঘটছে এমন দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এলাকায় নজরদারি শুরু করেন। আহত দুই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
advertisement
advertisement
ঘটনাকে ঘিরে গোটা হলদিবাড়ি চা বাগান এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও চা বাগানের শ্রমিকদের অভিযোগ, বনদপ্তরের পক্ষ থেকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় হাতির উপদ্রব দিন দিন বেড়ে চলেছে। দ্রুত উপযুক্ত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 5:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal News: হলদিবাড়ি চা বাগানে হাতির হামলা, ভয়াবহ পরিণতি হল চার মহিলা শ্রমিকের!











