North 24 Parganas News: কয়েক ঘণ্টা বন্দি ছিলেন এই ছোট্ট ঘরেই...! নোয়াপাড়া থানায় আজও যেন জীবন্ত নেতাজির স্মৃতি! জানুন ইতিহাস

Last Updated:

North 24 Parganas News: নেতাজির জন্মদিনের আগেই নোয়াপাড়া থানায় আজও যেন জীবন্ত নেতাজির স্মৃতি। সেই দিনের নোয়াপাড়া থানা যেন আজও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী।

নোয়াপাড়া থানা
নোয়াপাড়া থানা
নোয়াপাড়া: নেতাজির জন্মদিনের আগেই নোয়াপাড়া থানায় আজও যেন জীবন্ত নেতাজির স্মৃতি। সেই দিনের নোয়াপাড়া থানা যেন আজও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের স্মৃতি বুকে ধরে রেখেই প্রতি বছর বিশেষ মর্যাদায় স্মরণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কারণ এই নোয়াপাড়া থানাতেই একসময় তৎকালীন ইংরেজ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রায় এক ঘণ্টার জন্য কারাবন্দি করে রেখেছিল।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৩১ সালের ১১ই অক্টোবর জগদ্দলের গোলঘর বঙ্গীয় পাটকল শ্রমিক সংগঠনের একটি সভায় ভাষণ দিতে যাচ্ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ প্রশাসনের আশঙ্কা ছিল, নেতাজির বজ্রকণ্ঠের ভাষণ শুনলে ওই এলাকার শ্রমিক ও সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরও ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। সেই আশঙ্কা থেকেই বর্তমান শ্যামনগর চৌরঙ্গী কালী বাড়ির সামনে নেতাজির পথ আটকায় তৎকালীন নোয়াপাড়া থানার দায়িত্বে থাকা ইন্সপেক্টর-সহ পুলিশ বাহিনী।
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! শনির গোচরে কাঁপবে দুনিয়া, এক ইশারায় ৩ রাশির ঘুম উড়িয়ে দেবেন শনিদেব, জীবন ‘নরক’ কাদের?
সেখান থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আসা হয় নোয়াপাড়া থানায়। কয়েক ঘণ্টা তাকে থানার একটি ছোট গারদে আটকে রাখা হয়। মাত্র ১০ বাই ৮ ফুটের সেই ঘরেই পড়েছিল নেতাজির পদধুলি। ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আজও ওই গারদটিকে স্মৃতিসৌধ হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে নোয়াপাড়া থানায়।নেতাজিকে স্মরণ করতে আজও ওই ঐতিহাসিক ঘরটি ফুল দিয়ে সাজানো হয়। নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় বারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে।
advertisement
advertisement
আরও পড়ুন-জানুয়ারিতেই ‘জ্যাকপট’…! শনি- মঙ্গলের দ্বৈত গোচরে বিরল রাজযোগ, এই ৪ রাশির স্বপ্নপূরণ, অঢেল টাকা-পয়সা, খুলে যাবে বন্ধ ভাগ্য
বিশেষ দিনে আগত অতিথিরা সেই ঐতিহাসিক গারদ ঘুরে দেখতে পারেন, যেখানে একসময় স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা বন্দি ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে এভাবেই যত্ন সহকারে আগলে রেখে চলেছে নোয়াপাড়া থানা। ইতিহাসের সঙ্গে বর্তমানের এই যোগসূত্র আজও অনুপ্রেরণা জোগায় দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রতিটি মানুষের মনে। আর এর মধ্যে দিয়েই যেন নেতাজি আজও বেঁচে গোটা এলাকার মানুষের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: কয়েক ঘণ্টা বন্দি ছিলেন এই ছোট্ট ঘরেই...! নোয়াপাড়া থানায় আজও যেন জীবন্ত নেতাজির স্মৃতি! জানুন ইতিহাস
Next Article
advertisement
Sunderban Tourist Death: লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
  • সুন্দরবনের নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ৷

  • মাতলা নদীতে রাত কাটাতে গিয়ে দুর্ঘটনা৷

  • মৃত্যু গড়িয়ার বাসিন্দা সুমন পালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement