Nadia News: অভাবের সংসারে মারণ-রোগের থাবা, তবু সুস্থ হয়ে ফিরল একরত্তি মেয়ে! 'ভগবানে'র মতো পাশে দাঁড়ালেন বিধায়ক
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Nadia News: কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সিরিয়াল হার্ট অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসার মোট খরচ হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরের এক অভাবী পরিবারের কন্যা সন্তান দিয়া সাহা (বয়স ৯) জন্ম থেকেই একটি জটিল ও দুরারোগ্য হৃদরোগে আক্রান্ত ছিল। চিকিৎসক সূত্রে জানা যায়, এই রোগের সম্পূর্ণ সংশোধন সম্ভব নয়। তবে জীবন রক্ষার জন্য ধারাবাহিকভাবে তিনটি ধাপে তিনবার অস্ত্রপচার করাই ছিল একমাত্র উপায়।
সেই অনুযায়ী সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দিয়ার সিরিয়াল হার্ট অপারেশন সম্পন্ন হয়। এই ব্যয়বহুল চিকিৎসার মোট খরচ হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। আর্থিক অক্ষমতার কারণে দিয়ার পরিবার এত বড় অঙ্কের চিকিৎসা করাতে সম্পূর্ণ অপারক ছিল। বহু জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একাধিক হাসপাতালে গিয়েও কোন লাভ হয়নি।
আরও পড়ুন: গাছতলায় বিশ্রাম নিতে যাওয়া কাল হল, চোখ খোলার আগে পিষে দিল হাতি! আতঙ্কে থরথর করে কাঁপছে কুমারগ্রাম
সর্বশেষে শান্তিপুরের বর্তমান বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর সহযোগিতা এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ডঃ আমানুল হকের বিশেষ উদ্যোগে দিয়ার সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে করানো সম্ভব হয়। ওই বেসরকারি হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ শল্যচিকিৎসক ডঃ কুন্তল রায়চৌধুরী দিয়ার তিন ধাপের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন। দীর্ঘ চিকিৎসা ও পর্যবেক্ষণের পর বর্তমানে দিয়া সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং নিরাপদে বাড়ি ফিরেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিয়ার বাড়ি শান্তিপুরের নতুনপাড়া এলাকায়। মেয়ের জীবন ফিরে পাওয়ায় পরিবারে এখন খুশির আবহ। দিয়ার বাবা-মা চিকিৎসকদের পাশাপাশি সকল সহায়তাকারী ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করল, সম্মিলিত প্রচেষ্টা ও সদিচ্ছা থাকলে আর্থিক অক্ষমতাও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে না।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 30, 2026 1:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: অভাবের সংসারে মারণ-রোগের থাবা, তবু সুস্থ হয়ে ফিরল একরত্তি মেয়ে! 'ভগবানে'র মতো পাশে দাঁড়ালেন বিধায়ক









