Nadia News: গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন কলেজ পড়ুয়ারা, সমাজের বড় রোগ সারানোর শপথ! খুশিতে গদগদ সবাই
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Nadia News: সমাজকে নেশা মুক্ত করতে দায়িত্ব নিল কলেজ পড়ুয়ারা। খুশি অভিভাবক থেকে সমাজ বিশেষজ্ঞরা।
আসাননগর, নদিয়া, মৈনাক দেবনাথ: আসাননগর কলেজে পালিত হল নেশা মুক্ত ভারত অভিযান। আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ এবং নদিয়া জেলা প্রশাসনের সমাজ কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে পালিত হল নেশা মুক্ত ভারত অভিযান। উক্ত কর্মসূচির মূল উদ্দেশ্য হল সমগ্র ভারতকে নেশা জাতীয় দ্রব্য থেকে মুক্ত করা এবং মানুষকে সচেতন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের প্রিন্সিপাল ডঃ অশোক কুমার দাস, জেলা সমাজকল্যাণ বিভাগের আধিকারিক অমিতাভ ভট্টাচার্য, ওয়ান স্টেপ সেন্টারের এডমিনিস্ট্রেটর অলিভা ঘোষ, চাইল্ড লাইন এর সুপারভাইজার আশিস সরকার।
advertisement
advertisement
নেশা মুক্ত ভারত অভিযানের জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিতাভ ভট্টাচার্য বলেন ‘নবাগত শিক্ষার্থীদের নেশার প্রকোপ থেকে মুক্ত করায় এই কর্মসূচির একটি অন্যতম উদ্দেশ’। কলেজের অধ্যক্ষ ডঃ অশোক কুমার দাস বলেন ‘আমাদের কলেজে আজ ৯৪ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তাঁরা প্রতিজ্ঞা করে যে, তাঁরা নেশা জাতীয় দ্রব্যের কুপ্রভাব সম্পর্কে তাঁদের পরিবার এবং অন্যান্য প্রতিবেশীদের সচেতন করবে এবং নেশা মুক্ত ভারত গঠনেও সক্রিয় ভূমিকা পালন করবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনুষ্ঠানের সঞ্চালক তথা শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ অনিরুদ্ধ সাহা জানান ‘বিদ্যালয় স্তরে এবং বিশেষ করে কলেজ স্তরের বহু ছাত্র-ছাত্রী দেখা যায় এই বয়সে নেশায় আসক্ত হয়ে পড়ে। এই ধরনের সেমিনার একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের নেশার কুপ্রভাব গুলিকে বুঝতে সক্ষম করবে, অন্যদিকে তা দূরীকরণেও সহায়তা করে। পারস্পরিক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 16, 2026 5:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন কলেজ পড়ুয়ারা, সমাজের বড় রোগ সারানোর শপথ! খুশিতে গদগদ সবাই











