Nadia News: হঠাৎ পুকুরে 'ঝুপ' করে শব্দ! এলাকাবাসীরা তড়িঘড়ি উদ্ধার করতেই বস্তার ভেতর থেকে যা বের হল... হতবাক সকলে!
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Nadia Girl Child Rescue: নদিয়ায় বস্তাবন্দি শিশুকন্যা মাগুর মাছ চাষের পুকুরে! কাটা হয়নি নাড়ি! উদ্ধার করলেন এলাকাবাসীরা। বর্তমানে আইসিইউতে!
ফুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: সদ্যোজাত! নাড়ি না কাটা এক শিশুকন্যা! মাছ চাষের পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করলেন এলাকাবাসীরা। বর্তমানে নবজাতক আইসিইউতে। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া নবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরেশনাথপুর দাসপাড়া এলাকায় পুকুরের জল থেকে সেই বস্তাবন্দি সদ্যোজাত শিশুকন্যা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। জানা যায়, এদিন সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ এলাকাবাসী হাইব্রিড মাগুর মাছের চাষ করা পুকুরের জলে কিছু একটা পড়ার শব্দ পায়। এর পরেই তাঁরা গিয়ে দেখতে পান একটি বস্তা আটকানো অবস্থায় =ডুবে যাচ্ছে! তড়িঘড়ি তাঁরা সেটিকে উদ্ধার করে মুখ খুলে হতবাক! নাড়ি না কাটা অবস্থায় একটি শিশুকন্যা ছিল ওই বস্তার মধ্যে।
advertisement
এরপরই এলাকার বাসিন্দারা শান্তিপুর থানার স্থানীয় ফুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ প্রশাসন তৎপর হয় বিষয়টি নিয়ে। এলাকাবাসী একত্রিত হয়ে উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুকন্যাকে প্রথমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে চিকিৎসার জন্য নিয়ে যায়। এখানকার চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে সদ্যোজাতকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। বর্তমানে ওই সদ্যজাত শিশুকন্যা রানাঘাট হাসপাতালে আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তবে সেখানেই প্রথম তার মুখ থেকে কান্নার শব্দ শোনা গেছে। এলাকাবাসীর দাবি যে মা এ ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
advertisement
যদিও এই ঘটনায় এলাকাবাসীর দাবি একজন পুরুষ এবং একজন মহিলাকে পুকুরপাড় দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। তবে কে বা কারা এই বাচ্চাকে এইভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে ফেলে গেল তা নিয়েই সংশয়ে। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামানিক জানান সকালবেলায় ঘটনার খবর পেয়ে তিনি তৎপর হয়েছেন এবং প্রশাসনকে জানিয়েছেন ইতিমধ্যে প্রশাসন তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে তবে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যদি বাচ্চা লালন পালন করতে অসুবিধা হত সেক্ষেত্রে সরকারি ভাবে অনেক কাজ করা যেত কিন্তু এই নির্মম কাজ একদমই করা উচিত হয়নি।
advertisement
যদিও সদ্যজাতর পরিবারের খোঁজ নিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এলাকাবাসীরা জানাচ্ছেন ওই পুকুরে যাওয়ার প্রধান রাস্তায় তাদের বাড়ি সেক্ষেত্রে এইরকম সন্দেহজনক কেউ যায়নি। উল্টো দিক কিষাণ মান্ডির থেকে রাস্তাতে সন্দেহজনক ওই দুজনকে সেখানে থাকা সিসি ক্যামেরা থেকে এই অমানবিক কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তাঁরা।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 16, 2026 4:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: হঠাৎ পুকুরে 'ঝুপ' করে শব্দ! এলাকাবাসীরা তড়িঘড়ি উদ্ধার করতেই বস্তার ভেতর থেকে যা বের হল... হতবাক সকলে!









