Mukul Roy: মুকুল রায়ের বিধায়কপদ খারিজের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের! নোটিস জারি হল শুভেন্দুর জন্য
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mukul Roy: এ বিষয়ে শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায় সহ সব পক্ষকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট।
কলকাতা: মুকুল রায়ের এমএলএ পদ খারিজের মামলায় কলকাতা হাইকোর্টে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চের দ্বারস্থ হন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। হাইকোর্টের রায়ের অপারেশনাল পার্টে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, উনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিলিং এবং অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয়তা থাকতে পারে।
আর এ বিষয়ে শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায় সহ সব পক্ষকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। ৪ সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে নির্দেশ। ৬ সপ্তাহ পর মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল। জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তবে বিধায়কপদ থেকে ইস্তফা দেননি। ফলে তৃণমূলে যোগ দিলেও মুকুল আদতে তিনি বিজেপি বিধায়ক হয়েই থেকে গিয়েছিলেন। বিধানসভার স্পিকারের কাছে বিজেপি এ বিষয়ে অভিযোগ জানালে স্পিকার জানিয়ে দিয়েছিলেন, মুকুল বিজেপিতেই আছেন।
advertisement
advertisement
তাই তাঁর পদ খারিজ করা যাবে না। এমনকি, তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানও করা হয়েছিল। সাধারণত, ওই পদে বিরোধী দলের সদস্যকে বসানো হয়। এর পরেই মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ১৩ নভেম্বর দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। এবার সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 1:15 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mukul Roy: মুকুল রায়ের বিধায়কপদ খারিজের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের! নোটিস জারি হল শুভেন্দুর জন্য










