Mandarmani Strike: মন্দারমণির এ কী অবস্থা! ঘুরতে এসে চরম দুর্ভোগে শয়ে শয়ে পর্যটক! দেড় ঘণ্টা চলল অবরোধ, কেন জানেন?
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
মন্দারমণি প্রবেশপথে রাস্তা ও পানীয় জলের দাবিতে কালিন্দী গ্রামবাসীদের অবরোধে দেড় ঘণ্টা স্তব্ধ পিছাবনী–মন্দারমণি সড়ক, প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে!
পঙ্কজ দাশ রথী, মন্দারমণি, পূর্ব মেদিনীপুর: বেহাল রাস্তা সংস্কার ও পানীয় জলের স্থায়ী সমাধানের দাবিতে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল পর্যটন কেন্দ্র মন্দারমণির প্রবেশপথ। পূর্ব মেদিনীপুরের কালিন্দী এলাকায় স্থানীয় গ্রামবাসীদের পথ অবরোধের জেরে টানা দেড় ঘণ্টা স্তব্ধ হয়ে যায় পিছাবনী–মন্দারমণি সড়ক। এর ফলে চরম ভোগান্তিতে পড়েন শয়ে শয়ে পর্যটক ও নিত্যযাত্রী।
গ্রামবাসীদের অভিযোগ, কয়েক কিলোমিটার জুড়ে রাস্তা খানাখন্দে ভরা থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াও কার্যত দুঃসাধ্য হয়ে পড়েছে। একই সঙ্গে এলাকায় পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে। বাধ্য হয়ে পুকুরের দূষিত জল ব্যবহার করতে গিয়ে ছড়িয়ে পড়ছে পেটের রোগসহ নানা অসুখ।
স্থানীয়দের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। সেই কারণেই দলমত নির্বিশেষে তারা পথে নামতে বাধ্য হয়েছেন। অবরোধের জেরে সমুদ্রসৈকতগামী পর্যটকদের গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়, আটকে পড়েন বহু মানুষ।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত রাস্তা সংস্কার ও পানীয় জলের স্থায়ী ব্যবস্থা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 7:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mandarmani Strike: মন্দারমণির এ কী অবস্থা! ঘুরতে এসে চরম দুর্ভোগে শয়ে শয়ে পর্যটক! দেড় ঘণ্টা চলল অবরোধ, কেন জানেন?










