advertisement

নেতাজি সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশ্যে আনা হোক, কেন্দ্রের কাছে ফের অনুরোধ মমতার

Last Updated:

Mamata On Netaji: প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার ১৮ সেপ্টেম্বর ২০১৫-এ তাদের কাছে থাকা ৬৪টি ফাইল প্রকাশ (ডিক্লাসিফাই) করে। এরপর, কেন্দ্রীয় সরকার ২৩ জানুয়ারি ২০১৬ থেকে ১০০টি ফাইল পর্যায়ক্রমে জনসমক্ষে নিয়ে আসে। এই ফাইলগুলি থেকে নেতাজির জীবন, অন্তর্ধান এবং পরবর্তী ঘটনাবলী সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে আসে।

News18
News18
কলকাতা: নেতাজি সম্পর্কিত সমস্ত ফাইল ‘ডিক্লাসিফাই’ করা হোক, নেতাজির জন্মদিনে ফের কেন্দ্রের কাছে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, “এটা আমাদের সবার দুর্ভাগ্য, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি৷ ১৯৪৫ সালের পর তাঁর কী হয়েছিল তা আমরা জানি না। এটা সবার জন্য বড় দুঃখের। আমরা কিন্তু অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে এনেছি৷ আমি ভারত সরকারের কাছে আবার আবেদন করব নেতাজি সম্পর্কিত সব তথ্য declassify করার জন্য। দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বাংলা তথা গোটা‌ দেশ তথা সারা বিশ্বের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাঁকে কখনও ভোলেনি, ভুলবেও না।”
advertisement
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার ১৮ সেপ্টেম্বর ২০১৫-এ তাদের কাছে থাকা ৬৪টি ফাইল প্রকাশ (ডিক্লাসিফাই) করে। এরপর, কেন্দ্রীয় সরকার ২৩ জানুয়ারি ২০১৬ থেকে ১০০টি ফাইল পর্যায়ক্রমে জনসমক্ষে নিয়ে আসে। এই ফাইলগুলি থেকে নেতাজির জীবন, অন্তর্ধান এবং পরবর্তী ঘটনাবলী সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে আসে। এই ফাইলগুলোতে শাহনওয়াজ কমিটি (১৯৫৬), খোসলা কমিশন (১৯৭০-৭৪), এবং বিচারপতি মুখার্জি কমিশনের (১৯৯৯-২০০৬) কাজের বিবরণ, নেতাজির পরিবার এবং আইএনএ (INA) সংক্রান্ত তথ্য রয়েছে।
advertisement
advertisement
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করেন, “নেতাজি জানতেন দেশ মানে শুধু হিন্দু নয়, দেশ মানে শুধু মুসলিম নয় – দেশ মানে পুরুষ, মহিলা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, তামিল, গুজরাতি, বাঙালি সকলে। তাঁর আজাদ হিন্দ ফৌজ ছিল ধর্মনিরপেক্ষতা এবং সৌভ্রাতৃত্বের প্রতীক যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য সংগ্রাম করেছিলেন হিন্দু-মুসলমান, শিখ-খ্রিস্টান, ধনী-দরিদ্র, পুরুষ-মহিলা — সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ। যদি আমরা নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান করতে চাই, তাহলে আমাদের সবার কর্তব্য তাঁর ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করা। বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই ভারতীয় – এই আমাদের পরিচয়।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
নেতাজি সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশ্যে আনা হোক, কেন্দ্রের কাছে ফের অনুরোধ মমতার
Next Article
advertisement
Andhra Husband Murder:  স্ত্রীর বানানো বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, বাড়িতে এলেন প্রেমিক! অন্ধ্রে হাড় হিম করা ঘটনা
স্ত্রীর হাতের বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, ডাক পড়ল প্রেমিকের! অন্ধ্রে শিউরে ওঠা ঘটনা
  • ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে স্বামীকে খুন স্ত্রীর৷

  • অন্ধ্র প্রদেশের গুন্টুরে হাড় হিম করা ঘটনা৷

  • পুলিশের জালে অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement