'বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না'- সিঙ্গুর থেকে হুঁশিয়ারি মমতার
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
সিঙ্গুরে সভা করতে গিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে বাংলায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "কোনও বিজেপি কে বাংলায় ঢুকতে দেব না, দেব না। এখানে কোনো একজন লোক বসে গেছে, ভুয়ো অ্যাকাউন্টের নাম করে টাকা পাঠিয়ে দিচ্ছে। ওই টাকায় হাত দেবেন না। পরে ফেঁসে যেতে পারেন।"
সিঙ্গুর: সিঙ্গুরে সভা করতে গিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে বাংলায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “কোনও বিজেপি কে বাংলায় ঢুকতে দেব না, দেব না। এখানে কোনো একজন লোক বসে গেছে, ভুয়ো অ্যাকাউন্টের নাম করে টাকা পাঠিয়ে দিচ্ছে। ওই টাকায় হাত দেবেন না। পরে ফেঁসে যেতে পারেন।”
সিঙ্গুরের সভা থেকে তিনি আরও বলেন, “আপনারা বাংলা ভাষায় কথা বললে আপনারা মারবেন, আর বাংলা দখল করবেন। বাংলার মানুষ বাংলা দখল করবে, আমার এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। যেহেতু আজ ঘটনা ঘটেছে আজ যায়নি। আর একটা ঘটনা ঘটেছে সেখানে ববিকে (মেয়র ফিরহাদ হাকিমকে) পাঠিয়েছিলাম। কাল তো যাবো। দরকার হলে আমি কোর্ট এ গিয়েও লড়াই করবো। আমি সব ডকুমেন্ট রেখে দিয়েছি। জ্যান্ত মানুষ কে মেরে দিয়েছে। ৯৫ বছরের মহিলাকে নোটিস দিয়েছে।”
advertisement
তিনি আরও বলেন, “তারকেশ্বর -বিষ্ণুপুর লাইন আমি করে দিয়েছিলাম। ওরা ফিতে কেটেছে। Sir চক্রান্তে যারা মারা গেছেন এনআরসি চক্রান্তে তাদের জন্য আমি তিনটে বই লিখেছিলাম। এরপরে নিজের লেখা একটি কবিতাও পড়ে শোনান তিনি।
advertisement
সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। ২০০৬-২০০৮ থেকে এখানে কাটিয়েছি। রাস্তায় কাটিয়েছি। বাড়ি থেকে কেউ মুড়ি, নারকেল নাড়ু, সবজি নিয়ে এসেছে, যারা ওখানে ধরনা দিত, তাদের জন্য। ২৬ দিন অনশন করেছি সিঙ্গুরের জন্য। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের প্রেরণা।”
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 4:27 PM IST










