Jharkhand News: সারান্ডার জঙ্গলে কোবরা বাহিনীর এনকাউন্টারে নিহত বাঁকুড়ার সমীর! মাওবাদী দমনে বড় সাফল্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Jharkhand News: ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে কোবরা ও ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর এনকাউন্টারে নিহত হল ১৪ জন মাওবাদী।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: ঝাড়খণ্ডে সারান্ডার জঙ্গলে কোবরা বাহিনীর হাতে এনকাউন্টারে নিহত বাঁকুড়ার ইঁদকুড়ি গ্রামের সুরেন্দ্রনাথ সোরেন ওরফে সমীর।
ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে কোবরা ও ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর এনকাউন্টারে নিহত হল ১৪ জন মাওবাদী। নিহত এই ১৪ জনের মধ্যে রয়েছে বাঁকুড়ার বারিকুল থানার ইঁদকুড়ি গ্রামের সুরেন্দ্রনাথ সোরেন ওরফে সমীর। সুরেন্দ্রনাথ সিপিআই মাওবাদীদের সারান্ডা জোনাল কমিটির সদস্য ছিলেন।
বাঁকুড়ার জঙ্গলমহলের এককালের মাওবাদী প্রভাবিত বারিকুল থানার প্রত্যন্ত গ্রাম ইঁদকুড়ি। এই গ্রামেই জন্ম সুরেন্দ্রনাথ সোরেনের। অল্প বয়সেই বাবা মারা যান। মা-এর কাছেই বড় হয়ে ওঠেন সুরেন্দ্রনাথ ও তাঁর ভাই হলধর সোরেন। স্থানীয় শুশুনিয়া হাইস্কুলের পড়ার সময় ২০০৬ – ০৭ সালে নবম শ্রেণীতে অকৃতকার্য হয়ে লেখাপড়ায় ইতি টানেন সুরেন্দ্রনাথ।
advertisement
advertisement
এরপরই তিনি নিখোঁজ হয়ে যান। তারপর ২০০৮ সাল নাগাদ একবার সাময়িক সময়ের জন্য বাড়িতে ফিরেছিলেন সুরেন্দ্রনাথ। পরিবারের দাবি দীর্ঘ যোগাযোগের অভাবে সুরেন্দ্রনাথ কোথায় থাকতেন, কী করতেন তা কিছুই জানতেন না পরিবার। বৃহস্পতিবার সারান্ডার জঙ্গলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টার এবং সেই এনকাউন্টারে সুরেন্দ্রনাথ সোরেনের মৃত্যুর খবর জানেন না পরিবারের লোকজন। তাঁর সম্পর্কে বিশেষ আগ্রহ দেখাতেও নারাজ পরিবারের লোকজন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 12:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jharkhand News: সারান্ডার জঙ্গলে কোবরা বাহিনীর এনকাউন্টারে নিহত বাঁকুড়ার সমীর! মাওবাদী দমনে বড় সাফল্য










