Jharkhand News: সারান্ডার জঙ্গলে কোবরা বাহিনীর এনকাউন্টারে নিহত বাঁকুড়ার সমীর! মাওবাদী দমনে বড় সাফল্য

Last Updated:

Jharkhand News: ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে কোবরা ও ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর এনকাউন্টারে নিহত হল ১৪ জন মাওবাদী।

ফাইল ছবি৷
ফাইল ছবি৷
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: ঝাড়খণ্ডে সারান্ডার জঙ্গলে কোবরা বাহিনীর হাতে এনকাউন্টারে নিহত বাঁকুড়ার ইঁদকুড়ি গ্রামের সুরেন্দ্রনাথ সোরেন ওরফে সমীর।
ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে কোবরা ও ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর এনকাউন্টারে নিহত হল ১৪ জন মাওবাদী। নিহত এই ১৪ জনের মধ্যে রয়েছে বাঁকুড়ার বারিকুল থানার ইঁদকুড়ি গ্রামের সুরেন্দ্রনাথ সোরেন ওরফে সমীর। সুরেন্দ্রনাথ সিপিআই মাওবাদীদের সারান্ডা জোনাল কমিটির সদস্য ছিলেন।
বাঁকুড়ার জঙ্গলমহলের এককালের মাওবাদী প্রভাবিত বারিকুল থানার প্রত্যন্ত গ্রাম ইঁদকুড়ি। এই গ্রামেই জন্ম সুরেন্দ্রনাথ সোরেনের। অল্প বয়সেই বাবা মারা যান। মা-এর কাছেই বড় হয়ে ওঠেন সুরেন্দ্রনাথ ও তাঁর ভাই হলধর সোরেন। স্থানীয় শুশুনিয়া হাইস্কুলের পড়ার সময় ২০০৬ – ০৭ সালে নবম শ্রেণীতে অকৃতকার্য হয়ে লেখাপড়ায় ইতি টানেন সুরেন্দ্রনাথ।
advertisement
advertisement
এরপরই তিনি নিখোঁজ হয়ে যান। তারপর ২০০৮ সাল নাগাদ একবার সাময়িক সময়ের জন্য বাড়িতে ফিরেছিলেন সুরেন্দ্রনাথ। পরিবারের দাবি দীর্ঘ যোগাযোগের অভাবে সুরেন্দ্রনাথ কোথায় থাকতেন, কী করতেন তা কিছুই জানতেন না পরিবার। বৃহস্পতিবার সারান্ডার জঙ্গলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টার এবং সেই এনকাউন্টারে সুরেন্দ্রনাথ সোরেনের মৃত্যুর খবর জানেন না পরিবারের লোকজন। তাঁর সম্পর্কে বিশেষ আগ্রহ দেখাতেও নারাজ পরিবারের লোকজন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jharkhand News: সারান্ডার জঙ্গলে কোবরা বাহিনীর এনকাউন্টারে নিহত বাঁকুড়ার সমীর! মাওবাদী দমনে বড় সাফল্য
Next Article
advertisement
Andhra Husband Murder:  স্ত্রীর বানানো বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, বাড়িতে এলেন প্রেমিক! অন্ধ্রে হাড় হিম করা ঘটনা
স্ত্রীর হাতের বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, ডাক পড়ল প্রেমিকের! অন্ধ্রে শিউরে ওঠা ঘটনা
  • ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে স্বামীকে খুন স্ত্রীর৷

  • অন্ধ্র প্রদেশের গুন্টুরে হাড় হিম করা ঘটনা৷

  • পুলিশের জালে অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement