Jalpaiguri News: জাতীয় সড়কে ওভারটেক করতে গিয়ে চরম পরিণতি, মুখোমুখি সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড! গুরুতর আহত ৪
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Jalpaiguri News: মালবাজার মহকুমার বাগড়া কোটে ১৭ নম্বর জাতীয় সড়কে মালবাহী ট্রাকের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আহত চার।
মালবাজার, জলপাইগুড়ি, রকি চৌধূরী: মালবাজার মহকুমার বাগড়া কোটে ১৭ নম্বর জাতীয় সড়কে মালবাহী ট্রাকের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার জেরে গুরুতর আহত বড় গাড়ির চালকসহ মোট ৪জন। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াসা বাড়ি মোর সংলগ্ন ১৭ নাম্বার জাতীয় সড়কে এদিন বুধবার সকালে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে আসা একটি স্করপিও গাড়ি এবং ডামডিম-ওদলাবাড়ি অভিমুখে যাতায়াতকারী ছয়চাকার ক্যান্টার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্করপিও গাড়িটি দ্রুত গতিতে চলছিল। সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ক্যান্টার গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
আরও পড়ুন: নদীর রাক্ষুসে গ্রাস থেকে এবার বাঁচাবে ‘সবুজ সৈন্য’, সুন্দরবনের ভাঙন রুখতে নতুন দাওয়াই! পুরোটা জানুন
দুর্ঘটনায় স্করপিও গাড়িতে থাকা তিনজন যাত্রী ও ছয়চাকা গাড়ির চালক আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। অন্যদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: ঝাড়গ্রামে বসন্তেই গ্রীষ্মের দাপট! তড়তড়িয়ে বাড়ল পারদ, তাপমাত্রা কত জানলে কপালে উঠবে চোখ
তবে স্থানীয়দের অনেকেই মনে করছেন চারচাকা গাড়ির চালকের অসচেতন মনোভাব এই দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী। পাশাপাশি, অনেকেই বলছেন, বর্তমানে বহু গাড়ি চালক দ্রুত গতির নেশায় সুরক্ষার বিষয়টি ভুলে যান। যার ফলে বারবার ছোট-বড় বিভিন্ন দুর্ঘটনা সামনে আসছে। কখনও কখলও তার জন্য মৃত্যুও ঘটছে। চালকরা সচেতন হলে, তবেই কমবে দুর্ঘটনার সংখ্যা।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 28, 2026 6:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: জাতীয় সড়কে ওভারটেক করতে গিয়ে চরম পরিণতি, মুখোমুখি সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড! গুরুতর আহত ৪









