India Bangladesh Border: বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে জমিজট কাটাতে বড় নির্দেশ হাইকোর্টের! রাজ্যের পদ্ধতি মেনে জমিক্রয়ে সম্মতি
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
India Bangladesh Border: বেড়ার জন্য কেন্দ্রের দেওয়া টাকায় যত পরিমাণ জমি ক্রয় হয়েছে, তা ৩১ মার্চের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেন ডিভিশন বেঞ্চ।
কলকাতা: বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে জমিজট কাটাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের পদ্ধতি মেনে সরাসরি জমিক্রয়ে সম্মতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেড়ার জন্য কেন্দ্রের দেওয়া টাকায় যত পরিমাণ জমি ক্রয় হয়েছে, তা ৩১ মার্চের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেন ডিভিশন বেঞ্চ।
কেন্দ্রের দেওয়া টাকা অনুযায়ী জমি তুলে দিতে হবে ৩১ মার্চ মধ্যে। কোন জেলায় কত জমি? দেখুন—
নদিয়া— 7.9 km
advertisement
উত্তর ২৪ পরগনা— 178 একর বা 37 km.
মুর্শিদাবাদ— 40.7 km.
মালদহ— 31.8km.
দক্ষিণ দিনাজপুর— 14.50 Km
উত্তর দিনাজপুর— 1.1 Km
দার্জিলিং— 5.88 একর
জলপাইগুড়ি— 2.4 Km
কোচবিহার— 41.9 Km
মোট ৯ জেলায় উপরোক্ত কিলোমিটার জমি তুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে রাজ্যের পদ্ধতি মেনে জমি তুলে দিতে হবে বিএসএফের হাতে। নতুন আইন অনুযায়ী, কী রকম ক্ষতিপূরণ নির্দিষ্ট হবে তা পরবর্তী শুনানিতে নির্দিষ্ট করবে আদালত। মোট ১৭৭.৩ কিলোমিটার জমি ৮ জেলায় বিএসএফের হাতে তুলে দিতে নির্দেশ দিল আদালত।
advertisement
পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আবেদনকারী ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডক্টর সুব্রত সাহা। আবেদনকারী দাবি করেছিলেন, বহু এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় চোরা পাচারের প্রবণতা ক্রমশ বাড়ছে। আবেদনকারীর আরও দাবি করেছিলেন, ২০১৬ থেকে ২০২৫ প্রায় ২২১৬.৭০ কিলোমিটার কাঁটা তাদের বেড়ার না থাকায় চোরা চালান ও অপরাধ প্রবণতা বাড়ছে। সেই মামলায় এবার গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 3:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
India Bangladesh Border: বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে জমিজট কাটাতে বড় নির্দেশ হাইকোর্টের! রাজ্যের পদ্ধতি মেনে জমিক্রয়ে সম্মতি











