Ticket Checking: বিনা টিকিটে ট্রেনে উঠছেন? সাবধান! আপনার পাশেই বসে রয়েছে TTE, ধরা পড়লেই কিন্তু..., জানলে ভয় পাবেন
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Riya Das
Last Updated:
Ticket Checking: হাওড়া স্টেশনে ম্যাজিস্ট্রেট টিকিট চেকিং অভিযান পরিচালিত করা হয়েছে । টিকিট সংক্রান্ত শৃঙ্খলা জোরদার করতে এবং রেলের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন হাওড়া স্টেশনে একটি ম্যাজিস্ট্রেট টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছে।
হাওড়া: হাওড়া স্টেশনে ম্যাজিস্ট্রেট টিকিট চেকিং অভিযান পরিচালিত করা হয়েছে । টিকিট সংক্রান্ত শৃঙ্খলা জোরদার করতে এবং রেলের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন হাওড়া স্টেশনে একটি ম্যাজিস্ট্রেট টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল প্রকৃত যাত্রীদের সুবিধার জন্য আইনসম্মত, দায়িত্বশীল এবং সুশৃঙ্খল রেল ভ্রমণকে উৎসাহিত করা।
এই অভিযানটি ৩৫ জন টিকিট পরীক্ষক (টিটিই) এবং ২ জন রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্য সমন্বিত একটি সমন্বিত দল দ্বারা পরিচালিত হয়েছিল, যা স্টেশনের সর্বত্র কার্যকর পর্যবেক্ষণ এবং নিয়ম প্রয়োগ নিশ্চিত করেছে।
আরও পড়ুন-জানুয়ারিতে ‘জ্যাকপট’…! মকর রাশিতে সূর্য-বুধের সংযোগ, বুধাদিত্য রাজযোগে ‘রাজা’ হবে ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
অভিযান চলাকালীন, মোট ৪৪৬টি টিকিট সংক্রান্ত অনিয়মের ঘটনা ধরা পড়ে। এর মধ্যে ছিল ৩২৭টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা, ৮৮টি টিকিট ছাড়া মালপত্র বহনের ঘটনা এবং ৩১টি স্টেশন চত্বরে আবর্জনা ফেলার ঘটনা। রেলের প্রচলিত নিয়ম অনুযায়ী সকল অপরাধীকে জরিমানা করা হয়েছে, যা রেল চত্বরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং ন্যায্যতা বজায় রাখার গুরুত্বকে তুলে ধরে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! মকর রাশিতে সূর্যের গোচর মেষ ও মীন রাশিকে ‘ধনী’ করবে, কারা ভাগ্যবান? আপনার কপালে কী?
এই প্রয়োগমূলক উদ্যোগটি রাজস্ব ফাঁকি রোধ, যাত্রীদের দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করা এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল স্টেশন পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে হাওড়া ডিভিশনের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।
পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন সকল যাত্রীদের যথাযথ ও বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করতে, সঠিকভাবে বুক করা মালপত্র বহন করতে এবং কোনও অসুবিধা ও জরিমানা এড়াতে রেলের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছে। যাত্রীদের নির্বিঘ্ন, সুবিধাজনক এবং ঝামেলামুক্ত অনলাইন টিকিটিংয়ের জন্য রেলওয়ান অ্যাপ (RailOne App) ব্যবহার করার পরামর্শও দেওয়া হচ্ছে। নিরাপদ, সুশৃঙ্খল এবং যাত্রী-বান্ধব রেল ভ্রমণের স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।
advertisement
পূর্ব রেলের আধিকারিকরা জানাচ্ছেন হাওড়া স্টেশন ব্যবহারকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় বিনা টিকিটের যাত্রী বাড়ছে। তাই লাগাতার টিকিট চেকিং অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 10:35 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ticket Checking: বিনা টিকিটে ট্রেনে উঠছেন? সাবধান! আপনার পাশেই বসে রয়েছে TTE, ধরা পড়লেই কিন্তু..., জানলে ভয় পাবেন











