East Medinipur News: ঘূর্ণিঝড় থেকে বিস্ফোরণ! আড়াই হাজার ছবিতে সময়কে ধরে রেখেছেন দীনবন্ধু নায়েক

Last Updated:

East Medinipur News: ঘরের চার দেওয়ালে বিশ্ব, ৩০ বছর ধরে খবরের কাগজ থেকে নানান ঘটনা সংগ্রহ করে চলেছেন এগরার দীনবন্ধু নায়েক। 

+
দীনবন্ধু

দীনবন্ধু নায়েক 

এগরা, মদন মাইতি: ১৯৯৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়। খাদিকুলের বিস্ফোরণ। বিশ্বের সবথেকে লম্বা মানুষ। আবার বিশ্বের খর্বতম মানুষও। এমন কোনও ছবি নেই, যা তাঁর সংগ্রহে নেই। গত প্রায় ৩০ বছর ধরে ঘটে যাওয়া দেশ-বিদেশের নানান ঘটনার ছবি সংগ্রহ করাই তাঁর নেশা। পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাসিন্দা দীনবন্ধু নায়েক। তাঁর বাড়ি যেন এক জীবন্ত ইতিহাসের আর্কাইভ। দেওয়ালজুড়ে সাজানো শত শত ছবি। প্রতিটি ছবির পিছনে লুকিয়ে আছে একটি সময়। একটি ঘটনা, একটি গল্প। বাংলা, ইংরেজি ও হিন্দি সংবাদপত্রে প্রকাশিত গুরুত্বপূর্ণ ঘটনার ছবি তিনি কেটে সংগ্রহ করে রাখেন যত্ন করে।
দীনবন্ধু নায়েকের এই শখের শুরু আজ থেকে প্রায় তিন দশক আগে। একসময় তিনি সত্য ঘটনা অবলম্বনে পাঁচালী বই লিখতেন। সেই বই বাজারে বেশ জনপ্রিয়ও হয়েছিল। পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল তাঁর লেখা। একদিন তাঁর বইয়ের প্রচ্ছদকার তাঁকে একটি পরামর্শ দেন। হাওড়া স্টেশন থেকে বিভিন্ন পত্রিকা কিনে ছবি সংগ্রহ শুরু করতে বলেন। সেই কথাতেই বদলে যায় তাঁর জীবনের পথ। প্রথমে শখের বশে শুরু। তারপর ধীরে ধীরে তা নেশায় পরিণত হয়। প্রতিদিন নিয়ম করে খবরের কাগজ পড়া। গুরুত্বপূর্ণ ছবি কেটে রাখা। তারিখ ও ঘটনার বিবরণ লিখে সংরক্ষণ করা। এভাবেই চলতে থাকে তাঁর সংগ্রহের যাত্রা।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! শনির চালে কাঁপবে দুনিয়া, চার গ্রহের রাজযোগে ‘ধনী’ হবে ৩ রাশি, জানুয়ারিতেই ‘জ্যাকপট’, কপাল খুলবে কাদের
আজ তাঁর সংগ্রহে রয়েছে প্রায় আড়াই হাজারেরও বেশি ছবি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী। বড় রাজনৈতিক ঘটনা। প্রাকৃতিক বিপর্যয়, বিস্ফোরণ, দুর্ঘটনা আবার সমাজের অজানা অনেক তথ্যও ধরা আছে সেই ছবিতে। শুধু বড় ঘটনা নয়। সাধারণ মানুষের জীবনের ছবিও রয়েছে সেখানে। এই সংগ্রহ শুধু ঘরে আটকে রাখেন না তিনি। এলাকার বিভিন্ন মেলা, স্কুল, সামাজিক অনুষ্ঠান নানা জায়গা থেকে তাঁর ডাক আসে। তিনি নিজে পৌঁছে যান ছবি নিয়ে। সাজিয়ে তোলেন প্রদর্শনী। মানুষ ভিড় করে দেখতে আসে। আগ্রহ নিয়ে শোনে গল্প।
advertisement
advertisement
আরও পড়ুন-২০০ বছর পর মৌনী অমাবস্যায় অত্যন্ত বিরল যোগ, গোপনে এই ৩ কাজ করলেই স্বপ্নপূরণ, শিবের কৃপায় বাধা বিপত্তি শেষ!
প্রদর্শনীতে শুধু ছবি দেখান না দীনবন্ধু বাবু। প্রতিটি ছবির পেছনের ঘটনা নিজে দাঁড়িয়ে বুঝিয়ে বলেন। কোন বছর, কী ঘটেছিল। কেন তা গুরুত্বপূর্ণ। সব কিছুই মনে রেখেছেন তিনি। তাঁর কথায়, এই কাজ থেকে খুব বেশি রোজগার হয় না। তবে তাতে তাঁর কোনও আক্ষেপ নেই। কারণ এই কাজ তিনি করেন ভালবেসে। শখের টানে। তাঁর কাছে এই ছবি শুধু কাগজ নয়। এগুলো স্মৃতি। ইতিহাস। গত ৩০ বছরের সমাজের প্রতিচ্ছবি। তাঁর এই নীরব সাধনায় সংরক্ষিত হয়ে থাকছে সময়ের অমূল্য দলিল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ঘূর্ণিঝড় থেকে বিস্ফোরণ! আড়াই হাজার ছবিতে সময়কে ধরে রেখেছেন দীনবন্ধু নায়েক
Next Article
advertisement
Purba Bardhaman News: যুগলের ঘরের বাইরে পচা গন্ধ, সাত সকালে শিউরে উঠল বর্ধমান! যুবক-যুবতীর মর্মান্তিক পরিণতি
যুগলের ঘরের বাইরে পচা গন্ধ, সাত সকালে শিউরে উঠল বর্ধমান! যুবক-যুবতীর মর্মান্তিক পরিণতি
  • সোমবার সকালে বর্ধমান শহরের কালনা গেট লাগোয়া লোকো গোলঘর এলাকার একটি বাড়ি থেকে এক যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement