East Bardhaman News: একের পর এক মৃত্যু হচ্ছে জলজ প্রাণীর...! দূষণ বিভীষিকা ছড়াচ্ছে আতঙ্ক, হারিয়ে যাচ্ছে লৌকিক মাহাত্ম্য ঘেরা খড়ি নদী
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
East Bardhaman News: মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পাল্লা দিয়ে বাড়ছে কলকারখানার সংখ্যা।কিন্তু অনেক সময় কলকারখানার বিষাক্ত রাসায়নিক মিশ্রিত জল সরাসরি গিয়ে পড়ছে বিভিন্ন জলাশয়ে। নদী বাঁচাতে এবার একত্রিত হলেন গ্রামবাসীরা।
বর্ধমান: মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পাল্লা দিয়ে বাড়ছে কলকারখানার সংখ্যা। কিন্তু অনেক সময় কলকারখানার বিষাক্ত রাসায়নিক মিশ্রিত জল সরাসরি গিয়ে পড়ছে বিভিন্ন জলাশয়ে। এর ফলে বহু নদ-নদীগুলি আজ অস্তিত্ব সংকটে। মারা যাচ্ছে অগণিত জলজ প্রাণী। বিপন্ন বাস্তুতন্ত্রের পাশাপাশি জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন অসংখ্য মৎস্যজীবী। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের খড়ি নদী বাচানোর ডাক গ্রামবাসীদের।
মাড়ো গ্রামের একটি জলাশয় থেকে উৎপত্তি হয়েছে খড়ি নদীর। মাড়ো গ্রাম থেকে বুদবুদ,গলসি, আউশগ্রাম হয়ে নাদনঘাটে গিয়ে ভাগীরথীতে মিশেছে এই নদী। এই নদীর সঙ্গে মিশে আছে লৌকিক মাহাত্বের কাহিনীও। একসময় এই নদীর জল দিয়ে বিভিন্ন কাজকর্ম করতেন নেরাগোয়াল গ্রামের বাসিন্দারা এমনকি এই নদী থেকে মাছ ধরে একসময় জীবিকা নির্বাহ করতেন অনেকে। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই পুরনো খড়ি নদী, দূষিত হচ্ছে জল।
advertisement
advertisement
গ্রামবাসীদের অভিযোগ,বর্তমানে নদীর ধারে বিভিন্ন কলকারখানা হওয়ায় দূষিত জল গিয়ে পড়ছে নদীতে ফলে জল দূষণ হচ্ছে। মারা যাচ্ছে বহু জলজ প্রাণী। আগের এই নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন অনেকে কিন্তু বর্তমানে মাছ আর পাওয়া যায় না বললেই চলে। তাই খড়ি নদী বাঁচানোর ডাক দিয়েছেন গ্রামবাসীরাই।
advertisement
এক গ্রামবাসী জানান, খড়ি নদী বাঁচাতে আজ গ্রামবাসীরা গ্রামে অরন্ধন পালন করছি। সকলে নদীর তীরে একত্রিত হয়ে আজকে খাওয়া-দাওয়া করা হবে। পরবর্তীতে আমরা প্রশাসনের কাছেও ডেপুটেশন দেব খড়ি নদীর বাঁচানোর আবেদন জানিয়ে। যে নদী একসময় প্রাণের স্পন্দন জোগাত, আজ সেই নদীই বিষাক্ত। নদী বাঁচলে তবেই বাঁচবে বাস্তুতন্ত্র, আর সুরক্ষিত হবে মৎস্যজীবীদের রুটি-রুজি। তাই নদীকে দূষণমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চান গ্রামবাসীরা।
advertisement
সায়নী সরকার
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 6:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: একের পর এক মৃত্যু হচ্ছে জলজ প্রাণীর...! দূষণ বিভীষিকা ছড়াচ্ছে আতঙ্ক, হারিয়ে যাচ্ছে লৌকিক মাহাত্ম্য ঘেরা খড়ি নদী









