Earn Money By Self Employment: পড়াশুনো করে কবে চাকরি পাব সেই হাপিত্যেশ করে বসে না থেকে ‘করে’ দেখাল দুই বোন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Earn Money By Self Employment: ছোট উদ্যোগে বড় লড়াই! চাকরির অপেক্ষা নয়, হাতের কারুকার্যে গড়ে উঠছে দুই বোনের স্বপ্ন
মালদহ: চাকরির অপেক্ষায় বসে না থেকে নিজেদের পরিশ্রম আর সৃজনশীলতাকেই ভরসা করেছেন দুই ছাত্রী। সম্পর্কে দুই বোন। পরিবারের আর্থিক হাল ধরতেই পড়াশোনার পাশাপাশি ঘরে বসেই হাতের তৈরি সুতো ও ক্লে এর বিভিন্ন সামগ্রী বানিয়ে স্বাবলম্বী হওয়ার পথ বেছে নিয়েছেন তাঁরা। মালদহ জেলার হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকার বাসিন্দা দুই বোন সৃজা রায় ও শ্রেয়শ্রী রায়। বিভিন্ন মেলা ও অনলাইনের মাধ্যমে বাড়ি তৈরি সামগ্রী বিক্রি করছেন তাঁরা।
ছোটো বোন সৃজা বর্তমানে গৌড় কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং বড় দিদি শ্রেয়শ্রী রায় স্নাতক। সংসারের দায়িত্বে হাত লাগাতে এবং ভবিষ্যতের জন্য নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তাঁরা। হস্তশিল্পী সৃজা রায় জানান, “বাড়িতে বসেই নিজেদের হাতে সোয়েটার, চাদর, মাফলার সহ নানা সুতোর সামগ্রী তৈরি করি। পাশাপাশি সুতো ও ক্লে দিয়ে তৈরি ফুলের মালা, হরিণ, পাখি, ফুলদানি, ঘর সাজানোর নানা ধরনের শোপিসও তৈরি করে থাকি।”
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি করা সামগ্রীর ছবি পোস্ট করে অর্ডার নিচ্ছেন তাঁরা। এরপর অনলাইনের মাধ্যমেই ক্রেতাদের কাছে বাড়ি থেকেই পণ্য পাঠানোর ব্যবস্থা করছেন। অন্য বোন, হস্তশিল্পী শ্রেয়শ্রী রায় জানান, “প্রথমদিকে অল্প পরিসরে কাজ শুরু হলেও ধীরে ধীরে মানুষের সাড়া বাড়ছে। ছোট ছোট কাজ করে পরিবারের হাল ধরতে পেরে খুব ভাল লাগছে।”
advertisement
বর্তমান সময়ে যেখানে বহু তরুণ-তরুণী চাকরির আশায় অপেক্ষায় থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই দুই বোনের উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণার। নিজেদের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে বাড়িতে বসেই স্বনির্ভর হওয়ার এই পথ সমাজের সামনে এক ইতিবাচক দৃষ্টান্ত বলে অভিমত অনেকের।
JM Momin
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 10:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Earn Money By Self Employment: পড়াশুনো করে কবে চাকরি পাব সেই হাপিত্যেশ করে বসে না থেকে ‘করে’ দেখাল দুই বোন








