Calcutta High Court: 'কমিশন সেই কাজ না করে আদালতের মুখাপেক্ষী হয়ে কেন?' শমীকের মামলায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট!
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Calcutta High Court: ভোটের আগে বুথের পরিকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত সমীক্ষা মাঝপথে বন্ধ করে দিয়েছে বেসরকারি সংস্থা।
কলকাতা: রাজ্যের সমস্ত বুথের পরিকাঠামো সুনিশ্চিতকরণ জনস্বার্থ মামলা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই মামলায় নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। ১ সপ্তাহে কমিশনকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
ভোটের আগে বুথের পরিকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত সমীক্ষা মাঝপথে বন্ধ করে দিয়েছে বেসরকারি সংস্থা। আদালত রাজ্যের নির্দিষ্ট কোম্পানি বাদে অন্য কোম্পানি দিয়ে বুথ সমীক্ষার জন্য হস্তক্ষেপ করুক। এমনই দাবি করেন শমীক ভট্টাচার্যের আইনজীবী।
তবে, প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, এই কাজ নির্বাচন কমিশনের। কমিশন সেই কাজ না করে আদালতের মুখাপেক্ষী হয়ে কেন? আদালত এই মামলা রাজ্য বা নির্বাচন কমিশন, কোনও পক্ষের হয়েই মন্তব্য করা থেকে বিরত থাকবে।
advertisement
advertisement
যদিও নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, ৪০% কাজ করে বুথ সমীক্ষার কাজ বন্ধ করেছে ম্যাকিনটোস বার্ন। ১ সপ্তাহ পর এই মামলার শুনানি রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 2:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Calcutta High Court: 'কমিশন সেই কাজ না করে আদালতের মুখাপেক্ষী হয়ে কেন?' শমীকের মামলায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট!









