Joydeb Mela 2026: মাটির ভাঁড়, শালপাতার থালা-বাটি, কাপড়ের ব্যাগ! দু'দিনেই ৬ লক্ষ টাকার বেচাকেনা, এক নীতিই কামাল এবারের জয়দেব মেলায়

Last Updated:

Birbhum Joydeb Mela 2026: দু'দিনেই ৬ লক্ষ টাকার পরিবেশবান্ধব সামগ্রী বিক্রি, বন্ধ মুক্তশৌচ, নজির গড়ল নির্মল জয়দেব মেলা

+
জয়দেবের

জয়দেবের রাধাবিনোদ মন্দির

ইলামবাজার, বীরভূম, সুদীপ্ত গড়াই: ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলায় এ বছর নজিরবিহীন সাফল্য পেল বীরভূম জেলা প্রশাসনের ‘নির্মল জয়দেব মেলা’ উদ্যোগ। মেলার প্রথম দু’দিনেই সরকারি পরিবেশবান্ধব সামগ্রীর স্টল ‘বসুন্ধরা’ থেকে বিক্রি হয়েছে প্রায় ছয় লক্ষ টাকার মাটির ভাঁড়, শালপাতার থালা বাটি ও কাপড়ের ব্যাগ। একই সঙ্গে বন্ধ হয়েছে মুক্তশৌচ ও প্লাস্টিকের অবাধ ব্যবহার, যা মেলার চেহারাই বদলে দিয়েছে। প্রতিবছর মকর সংক্রান্তিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পর্যটক, বাউল ও ফকিরের সমাগমে মুখরিত হয় জয়দেব মেলা। তবে একসময় মুক্তশৌচের কারণে মেলার সুনাম ক্ষুণ্ণ হতে শুরু করে। এমনকি পর্যটকদের একাংশ এই মেলার নাম দিয়েছিল ‘দুর্গন্ধের মেলা’। সেই বদনাম ঘোচাতে গত কয়েক বছর ধরেই উদ্যোগী হয় জেলা প্রশাসন।
এ বছর সেই উদ্যোগ আরও জোরদার করা হয়েছে। মুক্তশৌচ রুখতে ৪০টি স্থায়ী শৌচাগারের পাশাপাশি তৈরি করা হয়েছে ২০০টি বায়ো টয়লেট। সেগুলি নিয়মিত পরিষ্কার রাখা ও সাধারণ মানুষকে সচেতন করতে নিয়োগ করা হয়েছে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক। তার ফলেই এবছর মেলায় মুক্তশৌচের প্রবণতা কার্যত চোখে পড়েনি। বরং বায়ো টয়লেট ব্যবহারের জন্য লাইন দিতে দেখা গিয়েছে পর্যটকদের। পাশাপাশি প্লাস্টিক বর্জনের বার্তাতেও ব্যাপক সাড়া মিলেছে। ক্যারিব্যাগ, থার্মোকল এবং প্লাস্টিকের প্রলেপ দেওয়া কাপ ব্যবহার বন্ধ করতে বসুন্ধরা স্টল ও ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালিত ‘বসুন্ধরা’ স্টল থেকে দু’দিনেই বিক্রি হয়েছে প্রায়ছ্য লক্ষ টাকার পরিবেশবান্ধব সামগ্রী।
advertisement
advertisement
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মীনাক্ষী ঘোষ ও ফুলমনি মাল জানান, “আমরা প্রায় সাড়ে চার লক্ষ পিস মাটির ভাঁড় এনেছিলাম। তার মধ্যে ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ বিক্রি হয়ে গেছে। মেলা এখনও চলছে, তাই আরও ভাঁড় আনতে হবে বলে মনে হচ্ছে। মাটির ভাঁড়ের চাহিদাই সবচেয়ে বেশি।” ইলামবাজারের বিডিও অনির্বান মজুমদার বলেন, “নির্মল জয়দেব মেলা গড়ে তুলতে আমরা অনেকটাই সফল হয়েছি। প্লাস্টিকমুক্ত মেলার যে লক্ষ্য নেওয়া হয়েছিল, তা অনেকাংশেই পূরণ করা গেছে। বসুন্ধরা স্টল ও ব্যাগ ভেন্ডিং মেশিন থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা পরিবেশবান্ধব সামগ্রী সংগ্রহ করছেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মেলায় আসা ব্যবসায়ীরাও এই উদ্যোগে খুশি। ব্যবসায়ী মিলন ডোম ও রঞ্জিত অঙ্কুর বলেন, “হাতের কাছেই এই ধরনের সরকারি স্টল থাকায় আমাদের খুব সুবিধা হয়েছে। আলাদা করে দূর থেকে গাড়ি ভাড়া করে মাটির ভাঁড় বা অন্যান্য সামগ্রী আনতে হচ্ছে না।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Joydeb Mela 2026: মাটির ভাঁড়, শালপাতার থালা-বাটি, কাপড়ের ব্যাগ! দু'দিনেই ৬ লক্ষ টাকার বেচাকেনা, এক নীতিই কামাল এবারের জয়দেব মেলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
  • আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া

  • কবে থেকে রাজ্যে কমবে শীত?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement