advertisement

ছাতনা থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়...! সুধাময় খাওয়াসের রোমাঞ্চকর জীবনগাথা চমকে দেবে

Last Updated:

Bankura News: প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী থেকে নকশাল হামলার বিভীষিকা—এক জীবনে কত ইতিহাস বহন করতে পারে একজন মানুষ? ছাতনার মাটিতে জন্ম নেওয়া এমনই এক অদ্ভুত মানুষের নাম সুধাময় খাওয়াস, যার জীবন কেবল চাকরির গল্প নয়, এক অনুপ্রেরণার দলিল।

+
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সুধাময়

বাঁকুড়া: প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী থেকে নকশাল হামলার বিভীষিকা—এক জীবনে কত ইতিহাস বহন করতে পারে একজন মানুষ? ছাতনার মাটিতে জন্ম নেওয়া এমনই এক অদ্ভুত মানুষের নাম সুধাময় খাওয়াস, যার জীবন কেবল চাকরির গল্প নয়, এক অনুপ্রেরণার দলিল।
২৪ বছর দেশের সেবা করার পর ৩১ ডিসেম্বর ২০২৩ স্বেচ্ছায় অবসর নেন তিনি। ভলেন্টিয়ার রিটায়ার্ড নিয়ে যোগ দেন কর্পোরেট সেক্টরে। বাঁকুড়ার ছাতনার বাসিন্দা সুধাময় খাওয়াস একসময় ছিলেন দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়—এসপিজি বা স্পেশাল প্রটেকশন গ্রুপের সদস্য।
advertisement
advertisement
এই বাহিনীর প্রধান দায়িত্ব দেশের প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়া। প্রত্যন্ত ছাতনা থেকে দিল্লির দরবার পর্যন্ত তাঁর যাত্রাপথ ছিল লড়াই আর নিষ্ঠার গল্প। ১৯৯৪ সালে ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করার পর পারিবারিক পরিস্থিতির কথা মাথায় রেখে ১৯৯৯ সালে সিআরপিএফে যোগ দেন তিনি।
সিআরপিএফে যোগ দেওয়ার পর অসম, ছত্তিশগড় ও নাগাল্যান্ডে একের পর এক কঠিন এলাকায় দায়িত্ব সামলান সুধাময়। তাঁর সার্ভিস রেকর্ড ছিল অত্যন্ত ভাল, যার ফলস্বরূপ ডেপুটেশনের মাধ্যমে তাঁকে এসপিজিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এসপিজির সদস্য হিসেবে তিনি খুব কাছ থেকে সুরক্ষা দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও তাঁর পায়ের মাটি ছাড়েনি ছাতনার স্মৃতি।
advertisement
তবে এই যাত্রাপথ সবসময় সুখের ছিল না। প্রায় ১০ বছর এসপিজিতে কাজ করার পর তিনি ফের সিআরপিএফে ফিরে আসেন। ২০১৭ সালের ২৪ এপ্রিল ছত্তিশগড়ে নকশাল হামলায় প্রাণ হারান ২৫ জন সিআরপিএফ জওয়ান—সেই রোড সেফটি কোম্পানির সদস্য ছিলেন সুধাময় খাওয়াস।
advertisement
খুব কাছ থেকে দেখেছেন সেই কালো দিন। বর্তমানে তিনি একটি বেসরকারি কর্পোরেট সংস্থায় ভিভিআইপি প্রটেকশনের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি নিজের শিকড়ে ফিরে ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠে এসে স্মৃতিচারণ করেন এই নির্ভীক জওয়ান, যাঁর জীবন আজও অনেকের কাছে অনুপ্রেরণা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ছাতনা থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়...! সুধাময় খাওয়াসের রোমাঞ্চকর জীবনগাথা চমকে দেবে
Next Article
advertisement
Gold Price To Hit Rs 9 Lakh Rupees: ৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
  • প্রতি ভরি সোনার দাম ৯ লাখ ?

  • সোনার দামের পূর্বাভাস ৷

  • কোথায় গিয়ে থামবে সোনার দাম ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement