Paschim Bardhaman News: আসানসোলে বিশ্বের সবথেকে বড় নেতাজির ছবি, প্রাণ পেল নাবালকের হাতে

Last Updated:

পৃথিবীর সব থেকে বড় নেতাজির ছবি এঁকে বিশ্ব রেকর্ড গড়ল আসানসোলের এক নাবালক। মাধ্যমিক পরীক্ষার্থী অপূর্ব দত্ত মাত্র পাঁচ দিনে পৃথিবীর সব থেকে বড় নেতাজির ছবি এঁকেছে। পৃথিবীর সবথেকে বড় এই নেতাজির ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ ২৫ ফুট ও ১৮ ফুট।

+
title=

#আসানসোল : পৃথিবীর সব থেকে বড় নেতাজির ছবি এঁকে বিশ্ব রেকর্ড গড়ল আসানসোলের এক নাবালক। মাধ্যমিক পরীক্ষার্থী অপূর্ব দত্ত মাত্র পাঁচ দিনে পৃথিবীর সব থেকে বড় নেতাজির ছবি এঁকেছে। পৃথিবীর সবথেকে বড় এই নেতাজির ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ ২৫ ফুট ও ১৮ ফুট। এই ছবি আঁকতে ব্যবহার করা হয়েছে মোট ১০০ টি আর্ট পেপার। যেগুলিকে একসঙ্গে জুড়ে দিয়ে এই ছবি আঁকা হয়েছে। ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এর কাছে নাম চলে গিয়েছে অপূর্ব দত্তর। কিছুদিনের মধ্যেই তার হাতে এসে পৌঁছবে রেকর্ড গড়ার সার্টিফিকেট এবং মেডেল।
আগামী বছরের ২৩শে জানুয়ারি নেতাজির জন্মদিনে এই ছবি অফিশিয়ালি পাবলিশ করতে চায় আসানসোলের মাধ্যমিক পরীক্ষার্থী এই শিল্পী। প্রসঙ্গত, চলতি বছরেই রাজ্যের আরও এক নাবালক খরগ্রামের বাসিন্দা সম্রাট কর, নেতাজির সবথেকে বড় ছবি একে বিশ্ব রেকর্ড করেছিল। তার আঁকা ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল ২০ ফুট বাই ১৬ ফুট। তবে অপূর্ব দত্তের নতুন এই ছবি ভেঙ্গে দিয়েছে সম্রাট করের রেকর্ড।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! কনভেয়ার বেল্টে চার টুকরো ইস্পাত কর্মী!
নেতাজিকে সম্মান জানাতে বিশ্বের সবথেকে বড় নেতাজির ছবি আঁকার পরিকল্পনা নিয়েছিল আসানসোলের এই নাবালক। তারপর নিজের বিভিন্ন সঙ্গীদের সহযোগিতায় এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছে অপূর্ব। তার এই সাফল্যে খুশি অপূর্বর পরিবার - পরিজন, প্রতিবেশী সকলেই। উল্লেখ্য, একটি চকের উপর একাধিক মূর্তি তৈরি করে আগেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছিল অপূর্ব দত্তর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্লাস্টিক আবর্জনা থেকে তৈরি হবে জ্বালানি, লক্ষ্য গ্রীন আসানসোল
তারপর নেতাজির ছবিতে সাফল্য এল বিশ্বের কাছেও। বিশ্বের সবথেকে বড় নেতাজির ছবি আঁকার রেকর্ড এখন অপূর্ব দত্তের ঝুলিতে। অপূর্ব চায়, যে সংস্থা নেতাজির এই ছবি যথাযোগ্য সম্মান দিয়ে রাখতে পারবে, তাদের হাতেই এই ছবি তুলে দেওয়া হবে। এখানে উল্লেখ্য, অপূর্বর যে শৈল্পিক সত্তা রয়েছে, তার পিছনে কোন প্রথাগত প্রশিক্ষণ নেই। ইউটিউব এবং ইন্টারনেটের দৌলতেই সে এই সমস্ত কারুকলা শিখেছে। আর তারপর বানিয়ে চলেছে একের পর এক রেকর্ড।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: আসানসোলে বিশ্বের সবথেকে বড় নেতাজির ছবি, প্রাণ পেল নাবালকের হাতে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement