India Book of Records : লকডাউন শিখিয়েছে শিল্পকলা; স্বীকৃতি ইন্ডিয়া রেকর্ড বুকের

Last Updated:

সোশ্যাল মিডিয়া দেখে হয়েছিল হাতেখড়ি। তারপর ধীরে ধীরে দশম শ্রেণীর ছাত্র হয়ে উঠেছে এক্সপার্ট। তার প্রতিভার জেরে জাতীয় স্বীকৃতি পেয়েছে সে।

+
title=

আসানসোল, পশ্চিম বর্ধমান : লকডাউন (Lockdown) এর সময় সবাই যখন গৃহবন্দী হয়েছিল, তখন সময় নষ্ট না করে কিছু করে দেখানোর ইচ্ছা প্রকট হয়েছিল দশম শ্রেণির ছাত্রের মনে। তখন থেকেই শুরু। সোশ্যাল মিডিয়া (Social Media) দেখে হয়েছিল হাতেখড়ি। তারপর ধীরে ধীরে দশম শ্রেণীর ছাত্র হয়ে উঠেছে এক্সপার্ট। তার প্রতিভার জেরে জাতীয় স্বীকৃতি পেয়েছে সে (India Book of Records)। আসানসোলের (Asansol) মহিশীলার বাসিন্দা অপূর্ব দত্ত। তার বাবা পেশায় একজন স্বর্ণ কারিগর। মা গৃহবধূ। অপূর্ব দশম শ্রেণীর ছাত্র। সদ্য ইন্ডিয়া বুক অব রেকর্ড গড়েছে অপূর্ব (West Bardhaman)। নিজের তৈরি শিল্পকলার জন্য পেয়েছে এই সম্মান। ইন্ডিয়া বুক অব রেকর্ডসের (India Book of Records) তরফ থেকে সার্টিফিকেট এবং মেডেল এসে পৌঁছেছে অপূর্বর বাড়িতে। এই স্বীকৃতি পেয়ে অপূর্ব ভীষণভাবে খুশি। খুশি তার পরিবারের সদস্যরাও। আগামী দিনে আরও সাফল্য অর্জন করতে চায় সে। এই শিল্পকলাকে সঙ্গী করে আরও এগিয়ে যেতে চায় সে।
অপূর্ব গত দু'বছর ধরে গাছের পাতা, পেন্সিল, চকের ওপর নানা রকম শিল্পকলা ফুটিয়ে তোলে (Chalk Art)। বিভিন্ন রকম ছবি আঁকে পাতার ওপর। চকের ওপর তৈরি করে বিভিন্ন রকম মূর্তি। সোশ্যাল মিডিয়া দেখে কাজ শিখে ছিল সে। প্রতিদিন অনুশীলন করতে করতে সে নানারকম শিল্পকলা তৈরি করেছে দশম শ্রেণীর ছাত্র অপূর্ব দত্ত (Apurba Dutta)। একটি চকের ওপর ৩২ টি চেন তৈরি করে অপূর্ব শিল্পকলা (Chalk Art) তৈরি করেছিল অপূর্ব। তার জেরেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে দশম শ্রেণির ছাত্রের। অপূর্ব জানিয়েছে, চারবারের চেষ্টায় চকের ওপরে শিল্পকলাটি তৈরি করতে সে সফল হয়েছে (Chalk Art)। আগামী দিনে আরও নতুন নতুন জিনিস দর্শকদের উপহার দিতে চায় সে। অপূর্ব চায় এই কাজের মাধ্যমে নিজের নাম ও পরিবারের নাম আরও উজ্জ্বল করে তুলল।
advertisement
নয়ন ঘোষ
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
India Book of Records : লকডাউন শিখিয়েছে শিল্পকলা; স্বীকৃতি ইন্ডিয়া রেকর্ড বুকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement