West Bardhaman News: দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করালেন পুলিশ আধিকারিক, চোখ দেখালেন উপপ্রধান

Last Updated:

কাঁকসা থানা আইসি পার্থ ঘোষ স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন দুয়ারে সরকার শিবিরে। একই সঙ্গে থানার অন্যান্য পুলিশ কর্মীরাও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন সেখানে।

দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করালেন পুলিশ আধিকারিক, চোখ দেখালেন উপপ্রধান!
দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করালেন পুলিশ আধিকারিক, চোখ দেখালেন উপপ্রধান!
পশ্চিম বর্ধমান: দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করালেন পুলিশ আধিকারিক। কাঁকসা থানার আইসি পার্থ ঘোষও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন দুয়ারে সরকার শিবিরে। একই সঙ্গে থানার অন্যান্য পুলিশ কর্মীরাও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন সেখানে। অন্যদিকে মলানদীঘি পঞ্চায়েতের উপপ্রধানকে দুয়ারে সরকার শিবিরে চোখ পরীক্ষা করাতে দেখা গিয়েছে।
এদিন মঙ্গলবার দুপুর দুটো নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করালেন কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ এবং কাঁকসা থানার পুলিশ কর্মীরা। অন্যদিকে স্থানীয় দুয়ারে সরকার শিবির পরিদর্শনে যান মলানদীঘি পঞ্চায়েতের প্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায়।
advertisement
সেখানে গিয়ে সাধারণ মানুষ সমস্ত রকম পরিষেবা পাচ্ছেন কিনা, তা খতিয়ে দেখেন। পেশায় আইনজীবী এই উপপ্রধান জনপ্রতিনিধির পদে একেবারেই নতুন। তিনি আবার নিয়মিত চশমা ব্যবহার করেন। তাই দুয়ারে সরকার শিবিরে চক্ষু পরীক্ষা করিয়েছেন তিনি।
advertisement
উল্লেখ্য, রাজ্যজুড়ে চলছে সপ্তম দুয়ারে সরকার ক্যাম্প। সেইমতো মঙ্গলবার সকাল ১০ টা থেকে কাঁকসা হাটতলায় দুয়ারে সরকার কর্মসূচির মূল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন ক্যাম্পে রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে ভিড় জমান এলাকার মানুষ।
এদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে যান কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ। ছিলেন থানার অন্য পুলিশ কর্মীরাও। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কাঁকসা হাট তলায় আয়োজিত হয়েছিল দুয়ার সরকার ক্যাম্প। পাশাপাশি কাঁকসার তিনটি এলাকায় মোবাইল ক্যাম্পও করা হয়েছে বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান সুমনা সাহা।
advertisement
অন্যদিকে, মলানদীঘি পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় একজন আইনজীবী। গ্রাম পঞ্চায়েতের পদে নতুন হওয়ায় দুয়ারে সরকার শিবির নিয়ে বেশ টেনশন ছিল। তবে সমস্যা হয়নি কিছু। এদিন বিশ্বরূপ বাবু, তার পঞ্চায়েতের দুয়ারে সরকারে পরিদর্শনে আসেন। তখন স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব বোঝাতে, তিনি নিজের চোখ পরীক্ষাও করিয়ে নিয়েছেন। বিশ্বরুপ চট্টোপাধ্যায় বলেছেন, অনেকেই ভাবেন এখানে কেন চোখ পরিক্ষা করাবো। তাই সাধারন মানুষের মধ্যে সচেতনতা আনতে তিনি নিজের চোখ পরীক্ষা করিয়েছেন।
advertisement
অন্যদিকে, জেলা পরিষদের সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এলাকার মানুষের সুবিধার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাই সকাল থেকেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরেও বহু মানুষ ভিড় জমিয়েছেন।
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করালেন পুলিশ আধিকারিক, চোখ দেখালেন উপপ্রধান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement