West Bardhaman News: বিরল অস্ত্রোপচারে বাঁচল প্রাণ! মহিলার পেট থেকে বেরোল ৫ কেজির টিউমার

Last Updated:

West Bardhaman News: মহিলার পেট থেকে বের করা হয়েছে বিশাল আকারের একটি টিউমার। যেটির ওজন ৫ কেজির থেকেও কিছু বেশি বলে জানা গিয়েছে।

+
অস্ত্রপচারের

অস্ত্রপচারের পর বের করা হচ্ছে রোগীকে।

দুর্গাপুর : বিরল অস্ত্রোপচার হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ডক্টর নীলাদ্রি সেনের তত্ত্বাবধানে মহকুমা হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। এক মহিলার পেট থেকে বের করা হয়েছে বিশাল আকারের একটি টিউমার। যেটির ওজন ৫ কেজির থেকেও কিছু বেশি বলে জানা গিয়েছে। এক ঘন্টার বেশি কিছু সময় ধরে এই অস্ত্রোপচার সফলভাবে করা গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক নীলাদ্রি সেন। মহকুমা হাসপাতালে সীমিত পরিকাঠামোর মধ্যে এমন অস্ত্রোপচার বিরল বলেই জানানো হচ্ছে। রিজিওনাল অ্যানাস্তিশিয়া করে এই অপারেশন সাকসেসফুল হয়েছে।
জানা গিয়েছে, কিছুদিন আগে এক মহিলা বেশ কিছু সমস্যা নিয়ে মহকুমা হাসপাতালে আসেন যে সময় তিনি এসেছিলেন তখন তার পেট অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল পাশাপাশি তার ঋতুস্রাবের সময় অত্যধিক রক্তক্ষরণ হচ্ছিল৷ আল্টাসনোগ্রাফির মাধ্যমে দেখা যায় ওই মহিলার পেটে একটি বিশাল আকারে টিউমার রয়েছে। টিউমারটি কোথা থেকে এসেছে বা ঠিক কতটা বড় তা বোঝা যায়নি পরবর্তী ক্ষেত্রেও বিষয়টি স্পষ্ট হয়নি৷ এরপরেই চিকিৎসক নীলাদ্রি সেন অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। তাতেই এসেছে সাফল্য।
advertisement
advertisement
মহকুমা হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার হওয়ায় রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসক সহ হাসপাতালের সকল স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে চিকিৎসক নীলাদ্রি সেন এমন একটি অপারেশন মহকুমা হাসপাতালে করতে পারায়, হাসপাতালে সুপার সহ অন্যান্য সহকর্মী এবং স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ দিয়েছেন। মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল, হাসপাতলের চিকিৎসকদের এই চ্যালেঞ্জিং অস্ত্রোপচারকে কুর্নিশ জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, সরকারি হাসপাতালে সবথেকে ভাল পরিষেবা পাওয়া যায়। কিন্তু রোগী এবং তার পরিবারকে একটু ভরসা রাখতে হবে। একটু ধৈর্য্য ধরতে হবে। তাহলে সরকারি হাসপাতালের থেকে ভাল পরিষেবা আর কোথাও পাওয়া যাবে না বলে দাবি করেছেন তিনি।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বিরল অস্ত্রোপচারে বাঁচল প্রাণ! মহিলার পেট থেকে বেরোল ৫ কেজির টিউমার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement