West Bardhaman News: জাতীয় সড়কের আন্ডারপাস যেন মরণফাঁদ! দ্রুত মেরামতি না হলেই সর্বনাশের আশঙ্কা

Last Updated:

জাতীয় সড়কের দুই পাশের সার্ভিস রোডের ওপরে দেখা দিয়েছে বড় বড় গর্ত। অন্যদিকে গত দু'দিনে ভারী বৃষ্টির ফলে ওই গর্তে জল জমেছে।

জাতীয় সড়কের আন্ডারপাস যেন মরণফাঁদ! দ্রুত মেরামতি না হলেই সর্বনাশের আশঙ্কা প্রবল
জাতীয় সড়কের আন্ডারপাস যেন মরণফাঁদ! দ্রুত মেরামতি না হলেই সর্বনাশের আশঙ্কা প্রবল
পশ্চিম বর্ধমান: দীর্ঘদিন ধরে বেহাল কাঁকসার মাস্টার পাড়া সংলগ আন্ডার পাশ। ওই রাস্তাটি মাস্টার পাড়া থেকে কাঁকসার হাসপাতাল মোড় পর্যন্ত জাতীয় সড়কের সার্ভিস রোড। আর জাতীয় সড়কের দুই পাশের সার্ভিস রোডের ওপরে দেখা দিয়েছে বড় বড় গর্ত। অন্যদিকে গত দু’দিনে ভারী বৃষ্টির ফলে ওই গর্তে জল জমেছে। ফলে কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি।
এদিন সকাল থেকে, রাস্তায় সৃষ্টি হওয়া গর্তের জমা জলে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য জানিয়েছেন, ওই রাস্তা দেখাশোনা ও মেরামতের দায়িত্ব কেন্দ্র সরকারের অধীনস্থ জাতীয় সড়ক কর্তৃপক্ষের।
advertisement
তার অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাধারণ মানুষের অসুবিধা ও দুর্ভোগের বিষয় নিয়ে কোনও নজর নেই। তবুও এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাবে বলে দাবি করেছেন তিনি। বলেছেন, যাতে দ্রুত রাস্তা মেরামত করা যায়, সেই বিষয়ে আবেদন করবেন।
advertisement
অন্যদিকে বিজেপির কাঁকসা দু নম্বর মন্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাসের দাবি, রাস্তা খারাপ হলেও তা মেরামত করা হয়। কিন্তু রাস্তা বার বার বেহাল হওয়ার জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, ওভারলোডিং যানবাহন চলাচলের জন্যই বারবার রাস্তা বেহাল হচ্ছে।
advertisement
পাশাপাশি তাঁর আবেদন, এই বিষয়ে রাজ্য সরকার একটু নজর দিলে বারবার রাস্তা বেহাল হবে না। কারণ, বেহাল রাস্তার জন্য সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানাবেন, যাতে করে ওই রাস্তা দ্রুত মেরামতের কাজ শুরু করা যায়।
এলাকার মানুষজনও তাই চাইছেন। কারণ ওই রাস্তা দিয়ে তাদের প্রতিদিন যাতায়াত করতে হয়। ফলে রাস্তায় বের হলে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। থাকছে বিপদের আশঙ্কা। তাই যত দ্রুত সম্ভব, ওই রাস্তাটি মেরামত করা হোক, এমনই আবেদন জানাচ্ছেন এলাকার মানুষ।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: জাতীয় সড়কের আন্ডারপাস যেন মরণফাঁদ! দ্রুত মেরামতি না হলেই সর্বনাশের আশঙ্কা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement