Asansol By Election : ভোট সেলফি; তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সঙ্গে এক ফ্রেমে ভোটার থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Last Updated:

ভোট পরিদর্শনে আসা তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সঙ্গে সেলফি তুলেছেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটার থেকে শুরু করে দলের কর্মী, সমর্থক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

+
শত্রুঘ্ন

শত্রুঘ্ন সিনহার সঙ্গে ছবি তুলছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান।

#আসানসোল-  হোক না ভোট। হোন না তিনি প্রার্থী। তবুও তো তিনি একজন তারকা। তাই তারকাকে চোখের সামনে পেয়ে আর উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না ভোটাররা। নিজের মধ্যে উদ্দীপনা চেপে রাখতে পারলেন না কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাই ভোট পরিদর্শনে আসা তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সঙ্গে সেলফি তুলেছেন তিনি। লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটার থেকে শুরু করে দলের কর্মী, সমর্থক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সকলকেই দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছবি তুলতে।
মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব। যদিও বেশ খানিকটা বেলা করে ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। দশটার পরে তিনি ভোট পরিদর্শনের জন্য বের হন। 'খামোশি' সঙ্গে নিয়ে পৌঁছে যান বেশ কয়েকটি বুথে। আর সেখানে তাকে দেখতে পেয়ে উৎসাহ, উদ্দীপনায় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা ভোট দেওয়ার লাইন ছেড়ে শত্রুঘ্ন সিনহার সঙ্গে সেলফি তুলতে চলে আসেন। অনুগামীদের আবদার মিটিয়েছেন বলিউডের তারকা। আবার উপ নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হয়ে দলের কর্মী-সমর্থকদের ভরসা যুগিয়েছেন, সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
advertisement
অন্যদিকে, অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তির মত এড়িয়ে গিয়েছেন সমস্ত বিতর্ক। মঙ্গলবার সকালে স্ত্রী পুনাম সিনহাকে সঙ্গে নিয়ে বিভিন্ন বুথ পরিদর্শনে যান তিনি। যে বুথগুলিতে তিনি গিয়েছেন, সেখানেই তার কাছে সেলফি তোলার আবদার জানিয়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটাররা। তেমনি তৃণমূলের কর্মী সমর্থকরা একই আবদার জানিয়েছেন। এমনকি কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে তৃণমূল প্রার্থী তথা বলিউড তারকার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে। মঙ্গলবার তারকাখচিত আসানসোল উপনির্বাচনে নানা বুথে এমনই ছবি ধরা পড়েছে।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol By Election : ভোট সেলফি; তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সঙ্গে এক ফ্রেমে ভোটার থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement