Paschim Bardhaman: ছৌ নাচ আর অভিনব শোভাযাত্রায় তৃণমূলের বিজয় মিছিল

Last Updated:

জয়ী তৃণমূল প্রার্থীর উদ্যোগে বিজয় মিছিল হয়ে গেল কুলটির ৭৪ নম্বর ওয়ার্ডে। অভিনব উপায়ে বিজয় মিছিল হয়েছে কুল। সেখানে আট থেকে আশি সবাইকে বিজয় মিছিলে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে।

+
তৃণমূলের

তৃণমূলের বিজয় মিছিলে হাজির পুরুলিয়ার ছৌ নাচ।

আসানসোল: পুর নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে ঘাসফুল শিবির। ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৯১ টি ওয়ার্ডের জয় পেয়েছে তৃণমূল। ভেঙেছে অনেক রেকর্ড। আসানসোল পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ড দখল করেছে তৃণমূল। এই ওয়ার্ডের প্রার্থী ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জল চাটার্জী। বেশ কয়েকবার এর বিধায়ক এবং কাউন্সিলার এই ওয়ার্ডে জয় পেয়েছেন। তাই জয়ী তৃণমূল প্রার্থীর উদ্যোগে বিজয় মিছিল হয়ে গেল কুলটির ৭৪ নম্বর ওয়ার্ডে। অভিনব উপায়ে বিজয় মিছিল হয়েছে কুল। সেখানে আট থেকে আশি সবাইকে বিজয় মিছিলে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। বিজয় মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা দেখা গিয়েছে স্থানীয় মহিলাদের মধ্যে। তাছাড়াও বিজয় মিছিলে নানা রকম সাজে দেখা গিয়েছে খুদে শিশুদের। তা ছাড়াও অভিনয় এই বিজয় মিছিলে দেখা পাওয়া গিয়েছে পুরুলিয়ার ছৌ নাচের। বিজয় উল্লাসে মেতে উঠতে পুরুলিয়ার ছৌ নাচের শিল্পীরা হাজির হয়েছিলেন কুলটিতে। শোভাযাত্রায় পুরুলিয়ার ছৌ নাচ শিল্পীদের নিজেদের শিল্পকলা পরিদর্শন করাতে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি বিজয় মিছিলে রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। তালিকায় ছিল যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রীর মত প্রকল্প। বিভিন্ন সাজসজ্জায় শিশুরা বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিল। তা ছাড়াও স্থানীয় মহিলারাও বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিলেন। বিজয় মিছিল কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে স্থানীয় মানুষজন এর মধ্যে। এই ব্যাপারে সদ্য জয়ী তৃণমূল প্রার্থী উজ্জল চাটার্জী বলেছেন, তিনি মানুষের সঙ্গে থাকেন। দীর্ঘদিন কাজ করেছেন। আবার তিনি মানুষের জন্য কাজ করার নতুন করে সুযোগ পেয়েছেন। তিনি মানুষের পাশে থাকবেন। যে সমস্ত সমস্যাগুলি এই ওয়ার্ডে রয়েছে, সেই সমস্যা দূরীকরণে তিনি বিশেষভাবে নজর দেবেন। আপাতত তার লক্ষ্য ওয়ার্ডের সার্বিকভাবে উন্নতিকরণ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: ছৌ নাচ আর অভিনব শোভাযাত্রায় তৃণমূলের বিজয় মিছিল
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement