West Bardhaman News- আসানসোলে চলছে সবলা মেলা; দুর্গাপুরে আয়োজিত খাদি মেলা

Last Updated:

আসানসোলে আয়োজিত হয়েছে সবলা মেলার। অন্যদিকে একই উদ্দেশ্য নিয়ে দুর্গাপুরে আয়োজিত হয়েছে খাদি মেলা

আসানসোলে আয়োজিত সবলা মেলা।
আসানসোলে আয়োজিত সবলা মেলা।
#পশ্চিম বর্ধমান- আসানসোল এবং দুর্গাপুরে চলছে সবলা মেলা এবং খাদি মেলা। সরকারি উদ্যোগে এই দুটি মেলার আয়োজন করা হয়েছে  (West Bardhaman News)। মানুষকে স্বনির্ভর করতে রাজ্য সরকারের উদ্যোগে আসানসোলে আয়োজিত হয়েছে সবলা মেলার। অন্যদিকে একই উদ্দেশ্য নিয়ে দুর্গাপুরে আয়োজিত হয়েছে খাদি মেলার। দুর্গাপুর চতুরঙ্গ ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চলবে খাদি মেলা। মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠানের। যদিও আজ সোমবার রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের স্মৃতির উদ্দেশ্যে নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
সবলা মেলার পসরা সেজেছে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিস দিয়ে। সবলা মেলার উদ্দেশ্য, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যে সমস্ত জিনিস তৈরি করছেন, তা বাজারজাত করা। যাতে মানুষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের সম্ভার এক ছাতার তলায় পেয়ে যান, তার জন্য এই উদ্যোগ। আসানসোলের ইসমাইলে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে রাজ্য সরকারের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে দুর্গাপুর সিটিসেন্টার চতুরঙ্গ ময়দানে আয়োজিত হয়েছে খাদি মেলা। এই মেলার উদ্বোধন করেছেন রাজ্যের অপর এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। (West Bardhaman News)
advertisement
আসানসোলের ইসমাইলে সবলা মেলার উদ্বোধন করেছেন মন্ত্রী মলয় ঘটক। প্রদীপ প্রজ্বলন করে সবলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে (West Bardhaman News)।  জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সবলা মেলা শুরু হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসপত্র এই সবলা মেলায় তুলে ধরা হয়েছে। এই সবলা মেলায় মন্ত্রী মলয় ঘটক ছাড়াও, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
অন্যদিকে, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে খাদি মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেছেন রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আধিকারিক ও কর্মীরা। এই বছর খাদি মেলা দুর্গাপুরে চতুর্থবার অনুষ্ঠিত হল। ১২ দিনের জন্য এই মেলার আয়োজন করা হয়েছিল। আগামীকাল মঙ্গলবার যার শেষ দিন। মেলায় ভিন রাজ্য ও জেলা থেকে প্রায় ৯০ টি খাদি শিল্পী তাঁদের শাড়ি, বস্ত্র ও বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন। জম্মু - কাশ্মীর ও দিল্লি থেকেও শিল্পীরা যোগ দিয়েছেন এই মেলায়।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- আসানসোলে চলছে সবলা মেলা; দুর্গাপুরে আয়োজিত খাদি মেলা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement